মুর্শিদাবাদ, 16 ফেব্রুয়ারি : আজ সকাল দশটা নাগাদ গোকর্ণ শ্যামা মন্দিরে পুজো করতে আসেন পুরোহিত ৷ দেখেন মন্দিরের মূল প্রবেশ পথের দেওয়াল ভাঙা ৷ কিছুটা দূর এগিয়ে দেখেন মন্দির গর্ভের ঢোকার গেটের তালাটাও ভেঙে মাটিতে পড়ে আছে ৷ ভিতরে ঢুকতেই নজরে পড়ল উধাও মূর্তির গায়ের ৮ ভরি সোনা ও প্রায় তিনকেজি রুপোর গয়না সহ পুজোর সমস্ত সামগ্রী৷ খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে ৷ শুরু হয় তদন্ত ৷ ঘটনাটি মুর্শিদাবাদ জেলার কান্দি থানা এলাকার ৷
কথিত আছে , প্রায় তিন চারশো বছর পূর্বে এই গ্রামে একটি শ্মশান ছিল । সেখানে গোকর্ণের বাসিন্দা হটেশ্বর রায় শ্মশানকালী প্রতিমার প্রতিষ্ঠা করে পুজো শুরু করেছিলেন । তখন একে হাটুরায়কালী বলা হত । পরবর্তীকালে স্বপ্নাদেশ পেয়ে অন্য এক বাসিন্দা শ্যামাচরণ রায় তাঁর বাড়িতে বেদী স্থাপন করে পুজো শুরু করেন । ফলে ওই কালীর নাম বদলে হয় শ্যামারায় কালী । গ্রামবাসীরা মনে করেন যে শুদ্ধ কায়-মন-বাক্যে যদি কেউ এই মন্দিরে প্রার্থনা করে তবে তাঁর মনস্কামনা সফল হবেই ।