হরিহরপাড়া, 2 জুন : বিয়ের আগের দিন ভৈরব নদীতে ডুবে মৃত্যু হল এক যুবকের । মৃত যুবকের নাম সালেহিন খলিফা (২২) ৷
বৃহস্পতিবার বিয়ে ছিল সালেহিনের ৷ বুধবার ছিল তাঁর আশীর্বাদ বা থালি খাওয়া ৷ বাড়িতে আর্শীবাদের জন্য অপেক্ষা করেছিল মেয়ে পক্ষের লোকজন । কিন্তু ফিরল না পাত্র ৷ ফিরল শুধুই তাঁর নিথর দেহ ৷
বুধবার দুপুরের ঘটনাটি হরিহরপাড়া থানার নসিপুর বোলতলায় । পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে গবাদি পশুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন সালেহিন । ঘাস সংগ্রহ করে ছোট ডিঙিতে করে ভৈরব নদী পার হতে গিয়েই ঘটে বিপদ ৷ ছেলে ফিরছে না দেখে ব্যস্ততা পড়ে যায় বাড়িতে ৷ খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন । জলে নেমে খোঁজাখুঁজি শুরু করতেই উদ্ধার হয় যুবকের মৃতদেহ ।
আরও পডু়ন : মদ্যপানের পর বন্ধুদের সঙ্গে বচসা, শহরে ঝুলন্ত দেহ উদ্ধার মহিলার
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে । মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ ।