পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্য ও রাজ্যপালের মধ্যে সার্কাস চলছে : অধীর - রাজ্য রাজ্যপাল সার্কাস চলছে, মন্তন্য অধীরের

রাজ্যপাল আর রাজ্য সরকারের মধ্যে সংঘাতকে সার্কাসের সঙ্গে তুলনা করলেন অধীর চৌধুরি । এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "এটা আমাদের দুর্ভাগ্য । এটা কাম্য হতে পারে না ।"

tate and governors circus is underway
রাজ্য রাজ্যপাল সার্কাস চলছে, মন্তব্য অধীরের

By

Published : Dec 24, 2019, 11:45 PM IST

বহরমপুর, 24 ডিসেম্বর : রাজ্য ও রাজ্যপালের মধ্যে তিক্ততা চরম পর্যায়ে পৌঁছেছে । রাজ্য ও রাজ্যপালের সংঘাতকে সার্কাসের সঙ্গে তুলনা করলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি । তিনি আজ বহরমপুরে সাংবাদিকদের বলেন, " রাজ্য ও রাজ্যপালের মধ্যে যা চলছে তা সার্কাস । এর ফলে রাজ্যের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ।"

রাজ্যপাল আর রাজ্য সরকারের মধ্যে সংঘাতকে সার্কাসের সঙ্গে তুলনা করলেন অধীর । এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "এটা আমাদের দুর্ভাগ্য । এটা কাম্য হতে পারে না ।" যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের প্রবেশ নিয়ে রাজ্যের সঙ্গে দড়ি টানাটানির প্রসঙ্গ তুলে বহরমপুরের সাংসদ অধীর চৌধুরি এই মন্তব্য করেন । রাজ্যপাল নিয়ে তিনি মমতার সুরেই গণতান্ত্রিক প্রধানকে BJP-র এজেন্ট বলেই ইঙ্গিত করেন ।

দেখুন ভিডিয়ো

রাজ্য ও রাজ্যপালের সম্পর্কের তিক্ততা নিয়ে আজ বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের সামনে অধীরবাবু বলেন, "স্বাধীনতার পর বহু রাজ্যপাল পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়ে এসেছেন। কিন্তু বর্তমান রাজ্যপাল BJP-র শক্তিবৃদ্ধির জন্যই এখানে এসেছেন । আমার মনে হয় রাজ্যসরকারের মুখপাত্রের উচিত রাজ্যপাল নয়, রাষ্ট্রপতিকে কাউন্টার করা ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details