সাগরদিঘি, 17 জুলাই : ভিনরাজ্যের আইডি ব্যবহার করে চলছে ভুয়ো আধার কার্ড তৈরি । আধার কার্ড জালিয়াতির অভিযোগে উত্তরপ্রদেশের এক যুবককে গ্রেফতার করল সাগরদিঘি থানার পুলিশ । ধৃতের নাম রামস্বরূপ ।
ধৃতের বাড়ি উত্তরপ্রদেশের সীতাপুর জেলার বিষ্ণুপুরে। এদিন ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তুলে তিনদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে । সাগরদিঘি এলাকায় রমরমিয়ে চলছিল ভুয়ো আধার কার্ড তৈরির কাজ । ভারতে তৈরি আধার কার্ড চলে যাচ্ছে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ । সেই কার্ড দেখিয়েই তৈরি হচ্ছে পাসপোর্ট । দিনকয়েক আগে ভুয়ো আধার কার্ড তৈরির অভিযোগে দু‘জনকে সাগরদিঘি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় । দু’জনকে পুলিশ হেফাজতে নিয়ে জেরা করতেই হদিশ মেলে মূল চক্রের ।