ফরাক্কা , 15 জুন : দক্ষিণ দিনাজপুরের অপহৃত কিশোরকে উদ্ধার করল ফরাক্কা থানার পুলিশ । স্থানীয় বাসিন্দারাই ওই কিশোরের কান্নাকাটি শুনে পরিচয় জানতে চাইলেই দুস্কৃতীরা তাকে ছেড়ে পালিয়ে যায় । ফরাক্কা থানায় খবর দেওয়া হলে পুলিশ ওই কিশোরকে উদ্ধার করে তুলে দেয় গঙ্গারামপুর থানার পুলিশের হাতে । বছর এগারোর অপহৃত কিশোরের নাম সুমন সরকার । অপহরণকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।
পুলিশ সূত্রের খবর, গত 11 জুন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে সুমন সরকার নামে ওই কিশোরকে অপহরণ করা হয় । দুষ্কৃতীরা তাকে নিয়ে মালদার কালিয়াচক আসে । সেখান থেকে মঙ্গলবার সকালে ফরাক্কার ঘোলাকান্দী এলাকায় নিয়ে আসে । ওই কিশোরকে কান্নাকাটি করতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় । সুমনের কাছে তার পরিচয় জানতে চাইলে তৎক্ষণাৎ ছেড়ে ফেলিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।