মুর্শিদাবাদ, 28 জুলাই : মুর্শিদাবাদের বাড়িতে ফিরল 4 পরিযায়ী শ্রমিকের কফিন বন্দি দেহ ৷ বুধবার ভোররাতে ভরতপুর থানার গড্ডা গ্রাম এবং খড়গ্রাম থানার আতাই গ্রামে মৃতদের কফিন বন্দি দেহ নিয়ে আসা হয় ৷ প্রসঙ্গত, গত শনিবার মুম্বই এর ওরলি’র হনুমান গলি এলাকায় এক নির্মীয়মাণ বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তাঁদের ৷ দুর্ঘটনায় মৃতদের মধ্যে 3 জন মুর্শিদাবাদের গড্ডা গ্রামের বাসিন্দা এবং অন্য আরেক জন আতাই গ্রামের বাসিন্দা ৷ তাঁরা ওই বহুতলে ঠিকা শ্রমিকের কাজ করছিলেন ৷
আজ ভোররাতে কফিন বন্দি অবস্থায় ভরতপুরের গড্ডা গ্রামের বাড়িতে পৌঁছায় ভরত মণ্ডল, অভিনাথ দাস এবং লক্ষ্মণ মণ্ডলের দেহ ৷ চিন্ময় কোনাই নামে আরেক পরিযায়ী শ্রমিকের দেহ তাঁর আতাই গ্রামে নিয়ে যাওয়া হয় ৷ মৃতদের দেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা ৷ করোনা আবহের মধ্যেই ছ’মাস আগে এই চারজন মুম্বই গিয়েছিলেন কাজের সন্ধানে ৷ সেখানে গিয়ে দিনমজুরের কাজে যোগ দেন তাঁরা ৷ এঁদের কারও উপর বাড়ি তৈরির জন্য নেওয়া ঋণ শোধ করার তাগিদ ছিল ৷ তো কারও উপর ছিল ছেলে-মেয়ের পড়াশোনার খরচ চালানোর দায়িত্ব ৷