পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফরাক্কায় বাস-ট্যাঙ্কার মুখোমুখি সংঘর্ষ, মৃত 6 - মুর্শিদাবাদ

ফরাক্কায় খয়রাকান্দিতে 34 নম্বর জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও ট্যাঙ্কারের ৷ সেখানে জাতীয় সড়কে সংস্কারের কাজ চলায় একটি রুটেই যানবাহন চলছিল । সেই সময় দুর্ঘটনাটি ঘটে ৷

image
ফারাক্কায় পথ দুর্ঘটনা

By

Published : Nov 30, 2019, 11:12 AM IST

Updated : Nov 30, 2019, 11:50 AM IST

ফরাক্কা, 30 নভেম্বর: শনিবার ভোরে ফরাক্কায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল 6 জনের ৷ একটি নাইট সার্ভিস বাসের সঙ্গে তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনায় 12 জন জখম হয়েছেন । তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর । উদ্ধার কার্যে হাত লাগিয়েছে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ৷

আহতদের বেনিয়াগ্রাম গ্রামীন হাসপাতালে ভরতি করা হয়েছে । বাসের চালক অজয় সিংহ ও ট্যাঙ্কারের চালক সনু কুমারের ঘটনাস্থানেই মৃত্যু হয় । নিহত যাত্রীদের মধ্যে একজন অরূপ ঘোষ ৷ কান্দি থানার ঘনশ্যামপুরের বাসিন্দা ছিলেন তিনি ৷ নিহত আরও 3 জনের পরিচয় জানা যায়নি ৷

ফরাক্কায় পথ দুর্ঘটনা ৷ দেখুন ভিডিয়ো

ফরাক্কায় খয়রাকান্দিতে 34 নম্বর জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও ট্যাঙ্কারের ৷ সেখানে জাতীয় সড়কে সংস্কারের কাজ চলায় একটি রুটেই যানবাহন চলছিল । সেই সময় দুর্ঘটনাটি ঘটে৷

শিলিগুড়ি থেকে বহরমপুরে আসছিল যাত্রী বোঝাই বেসরকারি বাসটি । অন্যদিকে কলকাতা থেকে অসম যাচ্ছিল ট্যাঙ্কারটি ৷ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কার্য শুরু করে । পরে খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ ৷ কুয়াশার জেরেই এই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের ।

Last Updated : Nov 30, 2019, 11:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details