ফরাক্কা, 30 নভেম্বর: শনিবার ভোরে ফরাক্কায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল 6 জনের ৷ একটি নাইট সার্ভিস বাসের সঙ্গে তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনায় 12 জন জখম হয়েছেন । তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর । উদ্ধার কার্যে হাত লাগিয়েছে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ৷
আহতদের বেনিয়াগ্রাম গ্রামীন হাসপাতালে ভরতি করা হয়েছে । বাসের চালক অজয় সিংহ ও ট্যাঙ্কারের চালক সনু কুমারের ঘটনাস্থানেই মৃত্যু হয় । নিহত যাত্রীদের মধ্যে একজন অরূপ ঘোষ ৷ কান্দি থানার ঘনশ্যামপুরের বাসিন্দা ছিলেন তিনি ৷ নিহত আরও 3 জনের পরিচয় জানা যায়নি ৷