পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tension in Bharatpur: তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের নেতৃত্বে রাস্তা অবরোধ, থানা ঘেরাও, উত্তপ্ত ভরতপুর - ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির

পুলিশের বিরুদ্ধে তৃণমূল নেতা-কর্মীদের অভিযোগ, বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের ভারতপুর (Tension in Bharatpur) ৷ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের নেতৃত্বে হয় থানা ঘেরাও (MLA Bharatpur Humayun Kabir) ৷

Tension in Bharatpur
ETV Bharat

By

Published : Sep 17, 2022, 9:28 PM IST

Updated : Sep 17, 2022, 10:19 PM IST

ভরতপুর, 17 সেপ্টেম্বর: বিধায়কের নেতৃত্ব রাস্তা অবরোধকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের ভরতপুর এলাকা (tension in Bharatpur) ৷ হয় পুলিশ ও তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল বচসা ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভরতপুর থানার সামনে একটি জায়গা ঘেরার পরিকল্পনামাফি কাজ করাচ্ছিলেন ভরতপুর 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম ওরফে টারজেন । বিষয়টি ভরতপুর থানার পুলিশের নজরে আসায় তাঁরা কাজ বন্ধ করার নির্দেশ দেন । পুলিশের এই বাধা দেওয়াকে কেন্দ্র করে তুমুল বচসা শুরু হয় দু'পক্ষের (heated argument between TMC and Police) । থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শনও হয় ৷ নজরুল ইসলাম ঘনিষ্ঠ তৃণমূল কর্মীরা এলাকায় এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷

আরও পড়ুন: রাজ্য বারুদের স্তূপে দাড়িয়ে আছে, মমতাকে তোপ সুজনের

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় সালার মহকুমা পুলিশ পরিদর্শক জয়ন্ত শর্মা এবং কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক সাগর রানার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী । পুলিশ আধিকারিকরা তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন ।

তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের নেতৃত্বে ভরতপুরে থানা ঘেরাও

আরও পড়ুন: নবান্ন অভিযানে পুলিশ অফিসারদের খুনের ছক ছিল বিজেপির, তোপ তৃণমূলের

পরে এদিন সন্ধ্যায় ঘটনাস্থলে যান ভরতপুর বিধানসভার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির (MLA Bharatpur Humayun Kabir) ৷ তাঁর নেতৃত্বে ভারতপুর থানা ঘেরাও ও কান্দি-কাটোয়া রাজ্য সড়ক দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখেন তৃণমূল কর্মীরা । এতে নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় তৃণমূল নেতা-কর্মীদের ৷ বিধায়ক হুমায়ুন কবিরের অভিযোগ, ভরতপুর থানার ওসি রাজু মুখোপাধ্যায় ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন তৃণমূল কর্মীদের সঙ্গে ৷ ওসিকে বিজেপি' র দালালও বলেন তিনি (Bharatpur TMC and Police argument) ৷ পুলিশের বিরুদ্ধেই জবরদখলের অভিযোগ এনেছেন তিনি ৷

Last Updated : Sep 17, 2022, 10:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details