সামশেরগঞ্জ, 23 নভেম্বর: শিয়ালের কামড়ে জখম চার মহিলা, দুই শিশু-সহ একই গ্রামের দশ বাসিন্দা (Ten injured in Fox Attack at Samserganj) । বুধবার সকালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার উমরাপুর পঞ্চায়েতের বাউড়িপুনির উল্লাপাড়া গ্রামে । তড়িঘড়ি আক্রান্ত বাসিন্দাদের সামশেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । যদিও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজনকে জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । পুরো ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী ।
জানা গিয়েছে, এদিন সকালে হঠাতই গ্রামের মধ্যে ঢুকে একটি শিশুকে নিয়ে পালানোর চেষ্টা করছিল শিয়াল । গ্রামবাসীরা দেখতে পেয়ে তাড়া করতেই পালটা গ্রামবাসীদের উপর আচমকা আক্রমন করে শিয়ালটি । এরপরেই শিয়ালের কামড়ে জখম হন চার মহিলা, দুই শিশু-সহ দশজন গ্রামবাসী (Fox Attacks Villagers) ।