পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fox Attacks Villagers: সামশেরগঞ্জে শিয়ালের কামড়ে জখম একই গ্রামের দশজন - সামশেরগঞ্জে শিয়ালের কামড়ে জখম

হঠাৎ সাত-সকালে শিয়ালের হানা গ্রামে (Fox Attacks Villagers) ৷ ঘটনায় আহত হয়েছেন 10 জন ৷ আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷

Fox Attacks Villagers
Fox Attacks Villagers

By

Published : Nov 23, 2022, 10:50 AM IST

সামশেরগঞ্জ, 23 নভেম্বর: শিয়ালের কামড়ে জখম চার মহিলা, দুই শিশু-সহ একই গ্রামের দশ বাসিন্দা (Ten injured in Fox Attack at Samserganj) । বুধবার সকালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার উমরাপুর পঞ্চায়েতের বাউড়িপুনির উল্লাপাড়া গ্রামে । তড়িঘড়ি আক্রান্ত বাসিন্দাদের সামশেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । যদিও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজনকে জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । পুরো ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী ।

জানা গিয়েছে, এদিন সকালে হঠাতই গ্রামের মধ্যে ঢুকে একটি শিশুকে নিয়ে পালানোর চেষ্টা করছিল শিয়াল । গ্রামবাসীরা দেখতে পেয়ে তাড়া করতেই পালটা গ্রামবাসীদের উপর আচমকা আক্রমন করে শিয়ালটি । এরপরেই শিয়ালের কামড়ে জখম হন চার মহিলা, দুই শিশু-সহ দশজন গ্রামবাসী (Fox Attacks Villagers) ।

শিয়ালের কামড়ে জখম একই গ্রামের দশজন

এই ঘটনায় পরই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । অনেকেরই রক্তক্ষরণ শুরু হয় । তড়িঘড়ি আক্রান্তদের সামশেরগঞ্জের অনুপনগর ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয় । স্থানীয় বাসিন্দাদের দাবি, উল্লাপাড়া গ্রামটি মাঠ সংলগ্ন এলাকা হওয়ায় যখন তখন এমন ঘটনা ঘটছে । অবিলম্বে শিয়ালের হাত থেকে রক্ষা করতে বন দফতর ও প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন গ্রামবাসীরা ।

আরও পড়ুন:লরির ধাক্কায় মৃত্যু সবজি বিক্রেতার

সাজিবুল শেখ নামে এক গ্রামবাসী বলেন, "আজকে সকাল 5:30টার সময় শিয়াল এসে এক শিশুকে নিয়ে পালাচ্ছিল ৷ সে সময় পাশের বাড়ির একজন দেখতে পান ৷ তিনি শিয়ালটিকে তারা করে ৷ শিয়াল উলটে তাঁকে আক্রমণ করে ৷ কামড়ে আহত করে ৷"

ABOUT THE AUTHOR

...view details