মুর্শিদাবাদে আগুনে পুড়ে ছাই 10টি বাড়ি-সহ গবাদি পশু মুর্শিদাবাদ, 11 এপ্রিল: গভীর রাতে মশার ধূপ থেকে বিধ্বংসী আগুন মুর্শিদাবাদে ৷ পুড়ে গেল দশটি বাড়ি । ঘটনায় জখম হয়েছে একজন । সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার মহিষমারী সর্দারপাড়া এলাকায় ৷ আগুনে ঝলসে গিয়েছে গবাদি পশু ৷ বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷
জানা গিয়েছে, ছাগল রাখার জায়গায় মশার ধূপ দেওয়া ছিল । অসতর্কতাবশত সেটা পড়ে যায় ৷ আর সেখান থেকেই সর্বত্র আগুন ছড়িয়ে যায় বলে প্রাথমিকভাবে অনুমান । রাত আড়াইটা নাগাদ এই ঘটনাটি ঘটে । সেই সময় সকলেই গভীর নিদ্রায় ছিলেন । ফলে কেউই বিষয়টি সেভাবে টের পাননি ৷ পোড়ার গন্ধ বেরোতে শুরু করলে সকলে জানতে পারেন আগুন লেগেছে ৷ এরপরেই সকলে বেরিয়ে এক জোট হয়ে জল ঢালতে শুরু করে । গবাদি পশুগুলি খুঁটিতে বাঁধা থাকার কারণে আগুন লাগার সময় তারা সেখান থেকে বেরতে পারেনি ৷ ফলে আগুনে ঝলসে যায় ৷
প্রায় 10 টি বাড়ির পাশাপাশি তাতে থাকা আসাবাবপত্র, টাকা থেকে শুরু করে সব কিছু ভস্মীভূত হয়ে গিয়েছে । দমকলকে খবর দেওয়া হলেও রাস্তা খারাপের কারণে সেখানে প্রবেশ করতে পারেনি গাড়ি । ফলে বড় রাস্তা থেকেই ঘুরে চলে যেতে হয়েছে দমকলের ইঞ্জিনকে । শেষ পর্যন্ত গ্রামবাসীরা নিজেরাই অনবরত জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে । গ্রামবাসীরা বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের ৷ তাঁরাল জানায়, কোনওরকমে ঘর করে বসবাস করছিল । যেটুকু সম্বল ছিল রাতে ভয়াবহ আগুনে তা পুড়ে গিয়েছে । কোনও কিছুই রক্ষা করা সম্ভব হয়নি । প্রশাসনের তরফে সাহায্যের আশায় দিন গুনছেন তাঁরা ৷
মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে গত এক মাসে প্রচুর বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে । গঙ্গা-পদ্মা ভাঙনের মত এ বছর যেন আগুনে গ্রাস করছে সমস্ত ঘরবাড়ি । ঘর ছাড়া হচ্ছে বহু মানুষ । কিছু স্থানে দলীয় নেতৃত্বরা ঘটনাস্থল পরিদর্শন করে আশ্বস্ত করলেও কোনওরকম সুরাহা করা হয়নি কোনও স্তর থেকেই ।
আরও পড়ুন:ইটাহারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই 16টি বাড়ি, আহত 5 শিশু