ফরাক্কা, 29 অগস্ট: ফের ফরাক্কার ব্যারেজে ভয়াবহ দুর্ঘটনা! ব্যারেজের রেলিং ভেঙে রেললাইনে উঠে গেল পণ্যবাহী লরি। ব্যারেজের উপর আটকে গেল ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেস। ট্রেনের চালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল প্রাণহানির ঘটনা। তীব্র আতঙ্কিত হয়ে পড়েন রেলযাত্রীরা।
সোমবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারেজের রেলিং গার্ড ভেঙে রেললাইনে ঢুকে যায় ওই পণ্যবাহী লরিটি। যার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷
ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ধরেই ব্যারেজে যান চলাচল বন্ধ ছিল। ভোররাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, 34 নম্বর জাতীয় সড়কে আটকে পড়েছে বহু যানবাহন। বন্ধ রয়েছে ফরাক্কা মালদা শাখার সমস্ত ট্রেন। দুর্ঘটনার জেরে ফরাক্কা ব্যারেজের উপরে ডাউন লাইনে দাঁড়িয়ে পড়ে তিস্তা-তোর্সা এক্সপ্রেস। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। যদিও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা মিলেছে। চালকের তৎপরতায় রক্ষা পেয়েছে ট্রেনটি। ফরাক্কা ব্যারেজে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিআইএসএফ-এর জওয়ান ও ফরাক্কা থানার পুলিশ।