পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Farakka Barrage: ফের ফরাক্কা ব্যারেজের রেলিং ভেঙে রেললাইনে উঠল লরি, দাঁড়িয়ে পড়ল তিস্তা-তোর্সা এক্সপ্রেস

Truck Enters Rail Track After Breaks Through Farakka Barrage's Railing Guard: এক সপ্তাহের মধ্যে ফের দুর্ঘটনা ফরাক্কা ব্যারেজে ৷ ব্যারেজের রেলিং ভেঙে রেললাইনে উঠে গেল পণ্যবাহী লরি। আটকে গেল ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেস। যার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷

Farakka Barrage
রেলিং ভেঙে রেললাইনে উঠল লরি

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 6:51 AM IST

ফরাক্কা, 29 অগস্ট: ফের ফরাক্কার ব্যারেজে ভয়াবহ দুর্ঘটনা! ব্যারেজের রেলিং ভেঙে রেললাইনে উঠে গেল পণ্যবাহী লরি। ব্যারেজের উপর আটকে গেল ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেস। ট্রেনের চালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল প্রাণহানির ঘটনা। তীব্র আতঙ্কিত হয়ে পড়েন রেলযাত্রীরা।
সোমবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারেজের রেলিং গার্ড ভেঙে রেললাইনে ঢুকে যায় ওই পণ্যবাহী লরিটি। যার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷

ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ধরেই ব্যারেজে যান চলাচল বন্ধ ছিল। ভোররাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, 34 নম্বর জাতীয় সড়কে আটকে পড়েছে বহু যানবাহন। বন্ধ রয়েছে ফরাক্কা মালদা শাখার সমস্ত ট্রেন। দুর্ঘটনার জেরে ফরাক্কা ব্যারেজের উপরে ডাউন লাইনে দাঁড়িয়ে পড়ে তিস্তা-তোর্সা এক্সপ্রেস। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। যদিও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা মিলেছে। চালকের তৎপরতায় রক্ষা পেয়েছে ট্রেনটি। ফরাক্কা ব্যারেজে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিআইএসএফ-এর জওয়ান ও ফরাক্কা থানার পুলিশ।

উল্লেখ্য, এক সপ্তাহের মধ্যে একই আকারের পরপর দু'টি দুর্ঘটনায় আঙুল উঠেছে ফরাক্কা ব্যারেজে কর্তব্যরত সিআইএসএফ জওয়ানদের বিরুদ্ধে। বারবার একই দুর্ঘটনা কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফরাক্কা ব্যারেজের আন্তর্জাতিক স্তরের নিরাপত্তা নিয়েও অনেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এখনই নাশকতার সন্দেহ করা হচ্ছে না। তবে পরবর্তিতে এই বিষয়ে আরও সুরক্ষার দাবি তুলেছেন অনেকেই। এদিকে দুর্ঘটনার পরেই ওই লরিটিকে রেল লাইন থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে রেল পুলিশের পক্ষ থেকে।

এর আগে গত মঙ্গলবার ভোর রাতে ফরাক্কা সেতুর ওপর একইভাবে ভয়াবহ দুর্ঘটনা ঘটে । ট্রাক্টরকে ধাক্কা মেরে রেল লাইনে উঠে যায় একটি লরি । তারপর সেই লরিকে ধাক্কা মারে রেলগাড়ি। যদিও ঘটনায় কোনও হতাহত হয়নি। ঘটনার জেরে ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন:হরিদেবপুর থানা এলাকায় ফের পথ দুর্ঘটনার কবলে নাবালক পড়ুয়া

ABOUT THE AUTHOR

...view details