জঙ্গিপুর, 29 মার্চ : জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখার্জি। তাঁর প্রতিপক্ষ JNU-র প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদের বাবা সৈয়দ কাসেম রসুল ইলিয়াস। তিনি ওয়েলফেয়ার পার্টির হয়ে লড়ছেন। গতকাল বাবার সমর্থনে মুর্শিদাবাদের উমরপুরে সভা করেন উমর। দাবি করেন, অভিজিৎ মুখার্জিকে জেতাতে ওই কেন্দ্রে জোট বেঁধেছে কংগ্রেস ও BJP। RSS ও BJP-র বিরুদ্ধে লড়াই করতে পারে এমন কোনও ব্যক্তিকেই ওই কেন্দ্রে জেতানোর জন্য আহ্বান জানান তিনি।
জঙ্গিপুরে অভিজিতের প্রতিপক্ষ উমর খালিদের বাবা - murshidabad
জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখার্জির বিরুদ্ধে এবারে ওয়েলফেয়ার পার্টির হয়ে লড়ছেন JNU-র প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদের বাবা সৈয়দ কাসেম রসুল ইলিয়াস।
বাবা সৈয়দ কাসেমের সমর্থনে গতকাল উমরপুরের সভায় প্রধান বক্তা ছিলেন উমর। শুরু থেকেই প্রতিপক্ষ তৃণমূল ও কংগ্রেসকে কটাক্ষ করে বক্তব্য রাখেন তিনি। বলেন, "মোদি সরকার ক্ষমতায় আসার আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে ব্যর্থ। উলটে দেশে কৃষক আত্মহত্যা বেড়েছে। জাতপাত, ধর্ম নিয়ে রাজনীতি শুরু হয়েছে। যারা দেশে দাঙ্গা ছড়াচ্ছে তাদের সমর্থন করছে BJP। আর তৃণমূল তো পঞ্চায়েত ভোটের সময় রাজ্যে গুন্ডাগিরি করেছে।"
জঙ্গিপুর লোকসভা কেন্দ্র বরাবরই কংগ্রেসের ঘাঁটি। তৃণমূল ক্ষমতায় আসার পরও এই কেন্দ্র থেকে ২০১৪ সালে সাংসদ নির্বাচিত হন অভিজিৎ মুখোপাধ্যায়। ফলে তাঁকে হারাতে এখানে হেভিওয়েট প্রার্থীই পছন্দ সব রাজনৈতিক দলের। এবার এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে খলিলুর রহমানকে। CPI(M)-এর প্রার্থী জ়ুলফিকর আলি। BJP-র হয়ে ভোটে দাঁড়াচ্ছেন মাফুজা খাতুন। এক্ষেত্রে সৈয়দ কাসেম রশুল ইলিয়াস কতটা টক্কর দিতে পারেন তাই দেখার।