খড়গ্রাম, 8 নভেম্বর : মুর্শিদাবাদে প্রথম অরাজনৈতিক ব্যানারে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী । শেষ মূহূর্তে সভাস্থানও পরিবর্তন করতে হল তাঁকে । তবে আজ সভা থেকে তিনি কী বার্তা দিতে চলেছে সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল ।
খড়গ্রামে শুভেন্দুর সভা ঘিরে তৃণমূলে "মতবিরোধ", সভাস্থান পরিবর্তন - TMC
খড়গ্রামের নগরে জেলা পরিষদের প্রয়াত কর্মাধ্যক্ষ মফিজ়উদ্দিন মণ্ডলের স্মরণসভায় যোগ দেবেন শুভেন্দু অধিকারী । যা রাজনৈতিক ব্যানারে হবে না বলে জানা গেছে ।
খড়গ্রামের নগরে জেলা পরিষদের প্রয়াত কর্মাধ্যক্ষ মফিজ়উদ্দিন মণ্ডলের স্মরণসভায় আজ যোগ দিতে আসার কথা শুভেন্দু অধিকারীর । আর এই সভা ঘিরে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আবু তাহের খান ও জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেনের মধ্যে শুরু হয় টানাপোড়েন । রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে ঘরোয়া আলোচনায় আবু তাহের খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নগরের সভা তৃণমূলের ব্যানারে করা যাবে না । আর শেষমেশ সভাস্থান পরিবর্তন করে নগর থেকে তুলে নিয়ে যাওয়া হল মারগ্রামে মফিজ়উদ্দিনের গ্রামে । নগরের মঞ্চ ভেঙে মারগ্রামে নতুন করে বাঁধা হল মঞ্চ ।
বিতর্কে জল ঢেলে গতকাল সাংবাদিক বৈঠক ডেকে সভাধিপতি মোশারফ হোসেন জানিয়ে দেন, মৃতের পরিবারের হস্তক্ষেপে মারগ্রামে স্মরণসভায় যোগ দেবেন শুভেন্দু অধিকারী । সেই সভায় তৃণমূলের ব্যানার থাকবে না । তবে সভায় থাকছেন জেলা পরিষদের সভাধিপতি ।