জঙ্গিপুর, 23 মে:কী রকম নাগরিক পরিষেবা দেওয়া হচ্ছে তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রতিষ্ঠানগুলিতে আচমকা পরিদর্শনে যান ৷ এবার খানিকটা একই পথ অনুসরণ করলেন জঙ্গিপুরের জেলা পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী ৷ মাথায় হেলমেট আর সাইকেলে হেডলাইট জ্বালিয়ে সাদা পোশাকে সোমবার রাতে এলাকার থানা পরিদর্শন করলেন তিনি ৷ এলাকার মানুষের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখতে সাইকেল নিয়ে একাই বেড়িয়ে পড়েছিলেন ৷
পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরাও কীভাবে তাদের দায়িত্ব পালন করেছেন ৷ সাধারণ মানুষ নিরাপত্তায়হীনতায় ভুগছে কি না, তা জানতে সরাসরি কথা বললেন আমজনতার সঙ্গে ৷ চায়ের দোকানে চা খেতে খেতে আড্ডাও দিলেন ৷ দায়িত্ব পালন করতে আমজনতার ভিড়ে মিশে গেলেন পুলিশ সুপার ৷ শুনলেন, সাধারণ মানুষের অভাব অভিযোগও ৷ সাধারণ পোশাকে প্রায় 35 কিলোমিটার দূরত্ব সাইকেল চালিয়ে পুলিশ সুপারের থানায় ভিজিট কার্যত নজিরবিহীন ৷