পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ায় তুলে নেওয়া হল সভাধিপতির নিরাপত্তারক্ষী ? - অধীর চৌধুরী

খড়গ্রামে শুভেন্দু অধিকারীর সভার আয়োজন ও পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি ৷ এর ঠিক দুদিন কাটতে না কাটতেই তাঁর নিরাপত্তারক্ষী সরিয়ে নেওয়া হয় ৷

mosharraf hossain
মোশারফ হোসেন

By

Published : Nov 11, 2020, 10:56 PM IST

বহরমপুর, 11 নভেম্বর : মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেনের নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হল ৷ শুভেন্দু অধিকারীর সভায় হাজির থাকার কারণেই তাঁর নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ আজ সারাদিন নিরাপত্তারক্ষী ছাড়াই ঘুরলেন তিনি ৷ নিরাপত্তাহীনতায় ভুগছি বলে পরে প্রতিক্রিয়া দিলেন সভাধিপতি ৷ এই বিষয়ে জানতে চেয়ে ইতিমধ্যেই রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে ইমেল করেছেন তিনি ৷ এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করে টুইট করেন তিনি ৷ ঘটনার তীব্র নিন্দা করেছে কংগ্রেস ও BJP ৷

খড়গ্রামে শুভেন্দু অধিকারীর সভার আয়োজন ও পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি ৷ এর ঠিক দুদিন কাটতে না কাটতেই তাঁর নিরাপত্তারক্ষী সরিয়ে নেওয়া হয় ৷ এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "এভাবে আমাকে না জানিয়ে নিরাপত্তা তুলে নেওয়ায় আমার সামাজিক সম্মানহানি হয়েছে ৷ পাশাপাশি আমি রাজনৈতিক সংঘর্ষ প্রবণিত এই জেলায় নিরাপত্তাহীনতায় ভুগছি ৷ "

ভিডিয়োতে শুনুন মোশারফ হোসেনের বক্তব্য

অপরদিকে, ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ৷ তিনি বলেন, "চোর চাট্টাদের নিরাপত্তারক্ষী থাকবে ৷ কিন্তু, জেলার সভাধিপতির নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হবে ৷ কারণ তিনি তাঁদের দলের বিদ্রোহী নেতা শুভেন্দু অধিকারীর সভা পরিচলনার দায়িত্ব নিয়েছিলেন ৷ এমনিভাবে এই জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদারকে মিথ্যে খুনের মামলায় ফাঁসানো হয়েছে ৷ যেহেতু তিনি তৃণমূলের কাছে আত্মসমর্পণ করেননি, তাই তাঁকে এভাবে ফাঁসানো হয়েছে ৷ " বিষয়টি নিয়ে নিন্দা করেছে BJP শিবিরও ৷ রাজনৈতিক মহলের একাংশের দাবি, সভাধিপতির নিরাপত্তা তুলে নেওয়ায় তৃণমূলের অন্দরে রাজৈনিত চাপানউতোর আরও প্রকট হল ৷

ABOUT THE AUTHOR

...view details