বহরমপুর, 3 মে : প্রণয়ঘটিত কারণই অনুমান করা হচ্ছিল প্রাথমিকভাবে ৷ বহরমপুরে কলেজ ছাত্রীকে খুনের ঘটনায় অভিযুক্তের গ্রেফতারির পর সিলমোহর পড়ল তাতেই ৷ সোমবার সন্ধের ঘটনায় এখনও আতঙ্কের রেশ শহরের গোরাবাজার এলাকায় ৷ মঙ্গলের সকালেও থমথমে এলাকা ৷ উল্লেখযোগ্যভাবে খুনের ঘটনার পরদিন সকালে গোরাবাজারের শহীদ সূর্য সেন রোডে মেস ছাড়লেন বাকি ছাত্রীরা (Students left the mess after college girl stabbed to death in Berhampore) ৷ যে মেস থেকে ডেকে নিয়ে গিয়ে সোমবার সন্ধেয় খুন করা হয় বহরমপুর গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরীকে ৷
মঙ্গলবার সকালে বৃষ্টি মাথায় নিয়েই মেস ছাড়েন ওই মেসের বাকি নয় ছাত্রী। বেশ কয়েকজন ছাত্রীকে এসে ফিরিয়ে নিয়ে যান তাঁদের অভিভাবকরা ৷ শুধু ওই মেসই নয়, এলাকার অন্যান্য মেসগুলিতেও একই চিত্র ৷ অভিভাবক এবং ছাত্রীদের চোখে-মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ৷ অভিভাবকদের দাবি, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। ঘটনার পর থেকে বহরমপুর শহরে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা ৷ শহীদ সূর্য সেন রোডের সুইমিং ক্লাব সংলগ্ন মেসে আরও ন'জন সহপাঠীর সঙ্গে থাকতেন মালদার সুতপা ৷ মালদারই আরও দুই ছাত্রী তাঁর সঙ্গে থাকতেন ওই মেসে ৷ সোমবার সন্ধের পর কিংকর্তব্যবিমূঢ় সকলেই ৷