ফরাক্কা, 21 অক্টোবর: ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু সপ্তম শ্রেণির এক ছাত্রীর (Student Dies Of Dengue in Farakka Block) ৷ মৃত ওই ছাত্রীর নাম মাসুমা খাতুন, বয়স 14 বছর ৷ তার বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা থানার অর্জুনপুর পঞ্চায়েতের ভবানীপুর এলাকার মোমিনপাড়ায় ৷ ঘটনায় রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায় ৷ ওই ছাত্রীর ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্লক স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ৷
মুর্শিদাবাদ জেলা জুড়ে ক্রমশ বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৷ ফরাক্কা ব্লকে আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গিয়েছে ৷ এর মধ্যে এক ছাত্রী মৃত্যর ঘটনায় ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে ফরাক্কা ব্লকে (Dengue Death in Farakka) ৷ জানা গিয়েছে, গত 16 অক্টোবরে জ্বর, পেটে ব্যথা, বমি ও মাথা ব্যথার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় মাসুমা খাতুন ওই ছাত্রী ৷ জানা গিয়েছে, পরিবারে বেশ কয়েকজন সদস্য ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৷ যদিও, সকলেই স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷