পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Admit Card Problem: অ্যাডমিট কার্ডে লেখা পুরুষ, কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষায় বসা হল না টুম্পার

অ্যাডমিট কার্ডে ভুল করে মহিলার জায়গায় পুরুষ লেখা থাকায় পরীক্ষায় বসতে দেওয়া হল না টুম্পা মার্জিত নামে এক পরীক্ষার্থীকে ৷ ঘটনাটি সামশেরগঞ্জের ৷ কান্নায় ভেঙে পড়লেন ওই পরীক্ষার্থী ৷

Kolkata police constable exam
অ্যাডমিট কার্ডে ভুল

By

Published : Jun 4, 2023, 10:57 PM IST

অ্যাডমিট কার্ডে ভুলের জেরে পরীক্ষায় বসতে দেওয়া হল না

সামশেরগঞ্জ, 4 জুন: অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে পুরুষ ৷ কিন্তু আসলে তিনি মহিলা পরীক্ষার্থী ৷ এই বিভ্রান্তির জেরে কলকাতা পুলিশের কনস্টেবল পদের লিখিত পরীক্ষায় বসতে পারলেন না টুম্পা মার্জিত নামে এক যুবতী । ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জে । অ্যাডমিটে এই ভুলে কনস্টেবল পদের পরীক্ষায় বসতে না পেরে কান্নায় ভেঙে পড়েন ওই ছাত্রী । তাঁর দাবি, তাঁকে পরীক্ষায় বসতে দেওয়া হোক । কিন্তু তা আর হল না ৷ ভুলের খেসারত দিতে হল টুম্পাকে ।

প্রসঙ্গত, রবিবার কলকাতা পুলিশের কনস্টেবল পদের লিখিত পরীক্ষা ছিল । সঠিক সময়েই খড়গ্রামের ঝিল্লি পঞ্চায়েত থেকে সামশেরগঞ্জের পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছিলেন টুম্পা মার্জিত । সমস্ত পরিচয় পত্র পরীক্ষার পর পরীক্ষকের নজরে আসে অ্যাডমিট কার্ডে উল্লেখ রয়েছে মেল ক্যানডিডেট । আর সেই গলদই হয়ে দাঁড়াল পরীক্ষার ক্ষেত্রে বাধা । সমস্ত তথ্য ঠিক থাকলেও এই সামান্য ভুলে কলকাতা পুলিশের কনস্টেবল পদে পরীক্ষায় বসতে পারলেন না ওই ছাত্রী ।

রবিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকার পঞ্চগ্রাম আইএসএ হাইস্কুলের পরীক্ষা দিতে এসে ছিলেন টুম্পা ৷ ওই ভুলের কারণে পরীক্ষা কেন্দ্রে ঢুকতেই দেওয়া হল না ছাত্রীকে । ফলে সুদূর খড়গ্রামের ঝিল্লি অঞ্চল থেকে সামশেরগঞ্জে পরীক্ষা দিতে এসেও পরীক্ষা দিতে না পেরে স্কুলের দরজায় দাঁড়িয়ে কান্নায় চোখ ভিজল টুম্পা মার্জিতের । স্কুলের ভেনু ইনচার্জ থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদের জানিয়েছেন তিনি ৷ তার পরেও পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হল না ওই পরীক্ষার্থীকে ।

আরও পড়ুন:ফোর্থ সাবজেক্ট নিয়ে বিভ্রান্তির জেরে পরীক্ষায় বসতে বাধা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে

ভুল কার? উঠেছে এমনই প্রশ্ন । অনলাইনে কলকাতা পুলিশের কনস্টেবল পদে ফর্ম ফিলাপ করেছিলেন টুম্পা মার্জিত । তাঁর দাবি, তখনই হয়ত ফিমেলের জায়গায় মেল লেখা হয়েছিল । কিন্তু সে সময় ব্যাপারটি নজরে আসেনি তাঁর । টুম্পা বলেন, "পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গেলে আমাকে বাধা দেওয়া হয় । বারবার অনুরোধেও কাজ হয়নি ।"

ABOUT THE AUTHOR

...view details