রঘুনাথগঞ্জ, 27 এপ্রিল: বুধবার রাতে রঘুনাথগঞ্জের মিঞাপুরের অন্তর্গত জয়রামপুরের তাঁতিপাড়ায় হানা দেয় সিআইডি। সেখান থেকেই উদ্ধার করা হয় এনামুল হকের ভাগ্নের রাইস মিল থেকে চুরি যাওয়া প্রচুর পরিমাণ চাল। মুর্শিদাবাদের নবগ্রামের পলসণ্ডা এলাকায় এনামুলের ভাগ্নে পিন্টুর জেএইচেম রাইস মিল রয়েছে। গরু পাচারের টাকায় ফুলেফেঁপে উঠেছিল এনামুল ও তাঁর ভাগ্নে পিন্টু। তদন্তে নেমে সিআইডি রাইস মিলটি সিল করে দিয়েছিল। সেই সিল করা রাইসমিল থেকেই চুরি যায় বস্তা বস্তা চাল। দুবাইয়ে বসে পিন্টু রাইস মিলের যন্ত্রাংশ ও চাল বিক্রি করে বলে অভিযোগ।
সিআইডি সূত্রে খবর, পলসণ্ডার রাইস মিলে পিন্টুর দেড় কোটি টাকার চাল মজুত ছিল। মজুত চাল-সহ মিলটি সিল করা হয়েছিল। পিন্টু ও এনামুলের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রয়েছে। দুবাইয়ে বসেই চাল চুরির ব্লুপ্রিন্ট তৈরি করে লোক দিয়ে সেই চাল সরানো হয়েছিল বলে সিআইডি সূত্রে খবর। সিআইডির দাবি, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হওয়ায় কর্মীদের বেতন দিতে সমস্যা হচ্ছিল। সেই কারণেই সিল করা রাইস মিলের চাল গোপনে সরানো হয়েছিল। খবর পেয়ে বুধবার জঙ্গিপুরের মিঞাপুর থেকে সেই চালের একাংশ উদ্ধার করল সিআইডি।