মুর্শিদাবাদ, 21 ফেব্রুয়ারি: ভাঙচুর হল স্বামী বিবেকানন্দের মূর্তি । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার আন্দিতে । কে বা কারা মূর্তিটি ভাঙচুর করেছে তা নিয়ে এখনও বিশেষ কিছু জানা যায় । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
মুর্শিদাবাদে ভাঙচুর বিবেকানন্দের মূর্তি, তদন্তে পুলিশ - আন্দি
গতবছরেই মে মাসে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি । এবার বিবেকানন্দের মূর্তি ভাঙার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ।
![মুর্শিদাবাদে ভাঙচুর বিবেকানন্দের মূর্তি, তদন্তে পুলিশ Vivekananda Statue vandalized](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6158680-thumbnail-3x2-mur.jpg)
আন্দিতে মা সারদা শিশু শিক্ষা কেন্দ্রে বিবেকানন্দের ওই মূর্তি ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । আজ সকালেই স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে ঘটনাটি । স্থানীয়দের একাংশ জানিয়েছে, গতরাতেই ভাঙচুর করা হয়েছে বিবেকানন্দের মূর্তিটি । খবর পেয়ে ঘটনাস্থানে আসে বড়ঞা থানার পুলিশ । অজ্ঞাত পরিচয় ওই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।
এর আগে গতবছরেই মে মাসে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে রাজ্য-রাজনীতি তোলপাড় হয় । এবার ফের ভাঙা পড়ল বিবেকানন্দের মূর্তি । একের পর এক মূর্তি ভাঙার ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ।