পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কয়েকশো গোরু নিয়ে রাজ্য সড়ক অবরোধ গো-পালকদের - State road blockade with cattle

জলঙ্গি থানার পুলিশ এসে জোর করে অবরোধ তুলতে গেলে গো-পালকদের সঙ্গে শুরু হয় বচসা । জলঙ্গি থানার পুলিশ চারজন গো-পালককে আটক করে ৷ এরপরই পিছু হটে বাকিরা । চার ঘণ্টা পর অবরোধ মুক্ত হয় রাজ্য সড়ক ।

image
গোরু দিয়ে রাজ্য সড়ক অবরোধ

By

Published : Jul 5, 2020, 1:33 AM IST

জলঙ্গি, 4 জুলাই : ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় জ়িরো পয়েন্টে গোরু চরাতে বাধা দেয় BSF ৷ ফলে অভিনব প্রতিবাদ গো-পালকদের ৷ রাজ্য সড়কে কয়েকশো গোরু নামিয়ে দিল গো-পালকরা । জলঙ্গি থানার সুধীর সাহার মোড়ে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়ক অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়তে হল সাধারণ মানুষকে ।

পরে জলঙ্গি থানার পুলিশ এসে জোর করে অবরোধ তুলতে গেলে গো-পালকদের সঙ্গে শুরু হয় বচসা । জলঙ্গি থানার পুলিশ চারজন গো-পালককে আটক করে ৷ এরপরই পিছু হটে বাকিরা । চার ঘণ্টা পর অবরোধ মুক্ত হয় রাজ্য সড়ক । বর্ষার সময় দুগ্ধ চাষিরা প্রতিবছর জ়িরো পয়েন্ট চরভদ্রা এলাকায় গোরু চরাতে যায় । প্রায় মাস খানেক কয়েকশো গোরু নিয়ে তাঁবু খাটিয়ে চরেই দিন কাটে গো-পালকদের । পদ্মার জলস্তর বাড়তেই ফের ঘরে ফিরে আসত । এবার BSF-এর 141 ব্যাটালিয়ন তাদের চরে যেতে বাধা দেয় ।

চিনের সঙ্গে সাম্প্রতিক সম্পর্কের অবনতির জেরে সীমান্ত সুরক্ষার কারণেই তাদের চরে যেত বারণ করা হয়েছে বলে BSF সূত্রে জানা গিয়েছে । কিন্তু গো খাদ্যের অভাবে চরম সমস্যায় পড়েছে দুগ্ধ চাষিরা । এখন স্থানীয় মাঠে আমন চাষ শুরু হওয়ায় সমস্যা আরও বেড়েছে । চরে যেতে অনুমতি দেওয়া হোক দাবি তুলেই আজ গো-পালকরা প্রায় 600 গোরু রাজ্য সড়কে নামিয়ে অবরোধ শুরু করে । অবরোধ তুলতে পুলিশ আসতেই শুরু হয় ধস্তাধস্তি । চরে যেতে না দিলে গো-পালকরা আত্মহত্যার হুমকি দিতে শুরু করে । চারজন দুগ্ধ চাষিকে আটক করে জলঙ্গি থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details