কলকাতা 15 ফেব্রুয়ারি: মুর্শিদাবাদের গোথা এআর রহমান হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি গ্রেফতার হয়েছেন (Teacher Recruitment Scam) ৷ কিন্তু তাঁর ছেলে ফেরার । কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুকে একথাই জানালেন রাজ্যের আইনজীবী । অভিযোগ ছিল, বাবা স্কুলের প্রধান শিক্ষক তাই ছেলেকেও সেখানেই নথি জাল করে চাকরি পাইয়ে দিয়েছেন ৷ ছেলেকে ওই স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ করতে একজনের সুপারিশ পত্র এবং নিয়োগপত্র জাল করা হয় বলেও অভিযোগ রয়েছে ৷ এই বিষয়টি রাজ্যের ডিয়াইজি সিআইডিকে ক্ষতিয়ে দেখে ছেলে ও বাবার বিরুদ্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু ।
বুধবার রাজ্যের তরফে আইনজীবী জানান, ছেলে অনিমেষ তিওয়ারি পলাতক হলেও বাবা আশিস তিওতারিকে গ্রেফতার করেছে পুলিশ । বিচারপতি আগের শুনানিতে আরও নির্দেশ দিয়েছিলেন, প্রশ্ন বা নথি জাল করে চাকরি পেয়েছে বা পাচ্ছে এই বিষয় যেন ডিয়াইজি সিয়াইডি খতিয়ে দেখেন । এ দিন বিচারপতি বসুর প্রশ্ন, "নথি জাল করে শিক্ষকতার চাকরি পেয়েছে এই ধরনের বৃহত্তর কোনও চক্রের খোঁজ তদন্তকারী সংস্থা খুঁজে পেল কি?"