পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Teacher Recruitment Scam: মুর্শিদাবাদের চাকরি জালিয়াতিতে অভিযুক্ত প্রধান শিক্ষক গ্রেফতার, আদালতে জানাল রাজ্য - প্রধান শিক্ষক

জালিয়াতি করে ছেলেকে স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার মামলায় মুর্শিদাবাদের অভিযুক্ত প্রধান শিক্ষক (Head Master Arrested) গ্রেফতার হয়েছেন ৷ আদালতে জানালেন রাজ্যের আইনজীবী ৷

High Court
কলকাতা হাইকোর্ট

By

Published : Feb 15, 2023, 2:01 PM IST

কলকাতা 15 ফেব্রুয়ারি: মুর্শিদাবাদের গোথা এআর রহমান হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি গ্রেফতার হয়েছেন (Teacher Recruitment Scam) ৷ কিন্তু তাঁর ছেলে ফেরার । কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুকে একথাই জানালেন রাজ্যের আইনজীবী । অভিযোগ ছিল, বাবা স্কুলের প্রধান শিক্ষক তাই ছেলেকেও সেখানেই নথি জাল করে চাকরি পাইয়ে দিয়েছেন ৷ ছেলেকে ওই স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ করতে একজনের সুপারিশ পত্র এবং নিয়োগপত্র জাল করা হয় বলেও অভিযোগ রয়েছে ৷ এই বিষয়টি রাজ্যের ডিয়াইজি সিআইডিকে ক্ষতিয়ে দেখে ছেলে ও বাবার বিরুদ্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু ।

বুধবার রাজ্যের তরফে আইনজীবী জানান, ছেলে অনিমেষ তিওয়ারি পলাতক হলেও বাবা আশিস তিওতারিকে গ্রেফতার করেছে পুলিশ । বিচারপতি আগের শুনানিতে আরও নির্দেশ দিয়েছিলেন, প্রশ্ন বা নথি জাল করে চাকরি পেয়েছে বা পাচ্ছে এই বিষয় যেন ডিয়াইজি সিয়াইডি খতিয়ে দেখেন । এ দিন বিচারপতি বসুর প্রশ্ন, "নথি জাল করে শিক্ষকতার চাকরি পেয়েছে এই ধরনের বৃহত্তর কোনও চক্রের খোঁজ তদন্তকারী সংস্থা খুঁজে পেল কি?"

রাজ্যের আইনজীবী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায় জানান, সমস্ত জেলার রিপোর্ট ইতিমধ্যে তৈরি হয়েছে । জেলা বিদ্যালয় পরিদর্শকরা সেই রিপোর্ট তৈরি করেছেন । সমস্ত রিপোর্ট খতিয়ে দেখা হয়েছে । তবে বৃহত্তর কোনও চক্রের সন্ধান এখনও পাওয়া যায়নি । শুধুমাত্র বীরভূম ও বাঁকুড়াতে নথি জাল করে শিক্ষকতা চাকরি পেয়েছে, এই ধরনের সামান্য কয়েকটি তথ্য পাওয়া গিয়েছে । আদালতের নির্দেশ, আগামী শুক্রবার হলফনামার মাধ্যমে ওই রিপোর্ট জমা করতে হবে । মামলার পরবর্তী শুনানি ওইদিনই হবে ।

প্রসঙ্গত, এআর রহমান হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারির বিরুদ্ধে ছেলেকে নিজের বিদ্যালয়ে নথি জাল করে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে ৷ সেই ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে ডেকে পাঠায় সিআইডি ৷ জিজ্ঞাসাবাদের পরই আশিস তিওয়ারিকে গ্রেফতার করা হয় ৷ মঙ্গলবার তাঁকে সিআইডি হেফাজত দিয়েছে জঙ্গিপুর মহকুমা আদালত ৷ জানা গিয়েছে. ভুয়ো নিয়োগের ঘটনাটি ঘটেছিল তিন বছর আগে ৷

আরও পড়ুন:নথি জাল করে ছেলেকে নিজের স্কুলে চাকরি, সিআইডি'র হাতে গ্রেফতার প্রধান শিক্ষক

ABOUT THE AUTHOR

...view details