বহরমপুর, 19 নভেম্বর : অধীর-গড়ে আক্রান্ত জেলা কংগ্রেসের এসসি (SC) এসটি (ST) সেলের সভাপতি ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে বহরমপুর খাগড়া বাজারে একটি শিবপুজোর মণ্ডপে । আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জখম কংগ্রেস নেতা হীরু হালদার । রাতেই আক্রান্ত কংগ্রেস নেতাকে হাসপাতালে দেখতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । অভিযোগের তির রাজ্যের শাসকদলের দিকে ৷
হাসপাতালে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, এই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে ৷ জখম কংগ্রেস নেতা প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, "হীরু হালদার মুর্শিদাবাদ জেলার তফশিলি জাতি ও উপজাতি সংগঠনের সভাপতি ৷" তিনি জানান, বৃহস্পতিবার রাতে খাগড়া এলাকার শিবপুজোর প্রসাদ খেতে গিয়েছিলেন হীরু হালদার । তাঁর সঙ্গে বেশ কয়েকজন অনুগামীও ছিলেন । সেখানে কয়েকজন দুষ্কৃতী চড়াও হয় তাঁদের উপর ৷ তিনি বলেন, "আমরা বুঝতে পারছি দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত ৷ আজ বহরমপুর শহরে শহর কংগ্রেসের পক্ষ থেকে একটা সফল জমায়েত হয়েছে ৷ এই জমায়েত দেখে তৃণমূলের একটা অংশের নেতাদের দুশ্চিন্তা বেড়েছে ৷ কংগ্রেসের শক্তি বৃদ্ধি তারা দেখতে চাইছে না ৷ তাই বহরমপুর শহর এবং মুর্শিদাবাদ জেলার তফশিলি জাতি ও উপজাতি সংগঠনের সভাপতি হীরু হালদার-সহ আরও দু'জনের উপর হঠাৎ রাতের অন্ধকারে অতর্কিতে হামলা চালানো হয় ৷"
আরও পড়ুন : Adhir-Mamata : ‘বিজেপিকে সহায়তা করবেন না’, মমতাকে অনুরোধ অধীরের