বহরমপুর, 11 জুন: মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট স্টেশনে এসে পৌঁছল আরও একটি শ্রমিক স্পেশাল ট্রেন। বৃহস্পতিবার দুপুরে কেরালা থেকে 755 জন যাত্রী নিয়ে ট্রেনটি বহরমপুর কোর্ট স্টেশনে এসে থামে। পরিযায়ী শ্রমিকদের নিরাপদে বহরমপুর স্টেডিয়ামে আনার পর তাদের শারীরিক পরীক্ষা করা হয়। এরপর বিশেষ বাসে করে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে জেলা প্রশাসন।
কেরালা থেকে 755 যাত্রী নিয়ে বহরমপুরে পৌঁছল শ্রমিক স্পেশাল - sramik special train
বহরমপুর কোর্ট স্টেশনে এসে পৌঁছল আরও একটি শ্রমিক স্পেশাল ট্রেন। অভিযোগ, ট্রেনের 755 জন যাত্রীকেই শুধুমাত্রা থার্মাল স্ক্রিনিং করেই ছেড়ে দেওয়া হয়। নেওয়া হয়নি তাদের সোয়াবের নমুনা।
প্রশাসন সূত্রে খবর, এদিন ওই ট্রেনে করে মুর্শিদাবাদ জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলার বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক ফিরেছেন। সরকারি ব্যবস্থায় বহু শ্রমিক ট্রেনে করে ফিরলেও প্রতিদিন নিজস্ব খরচে বাসে করে ফিরছেন শয়ে শয়ে শ্রমিক। ইতিমধ্যে প্রায় তিন লাখ পরিযায়ী শ্রমিক ঘরে ফিরেছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
তবে এখনও পর্যন্ত আরও কত জন শ্রমিক ভিন রাজ্যে বা ভিন জেলায় রয়েছেন তার সঠিক তথ্য দিতে পারেনি জেলা প্রশাসন। এদিন দুপুরে কেরালা থেকে সরাসরি বহরমপুর কোর্ট স্টেশনে নামা 755 জন যাত্রীর থার্মাল স্ক্রিনিং ছাড়া তাদের সোয়াবের নমুনা সংগ্রহ না করায় অনেকে প্রশ্ন তুলেছেন। তবে প্রশাসনের কর্তাদের দাবি সমস্ত শ্রমিককে 14 দিনের কোয়ারানটিনে রাখা হবে। প্রয়োজনে তাদের নমুনা সংগ্রহ করা হবে।