পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পৌরসভার চেয়ারম্যান পদ থেকে অপসারিত সৌমিক হোসেন - municipality

ডোমকল পৌরসভার চেয়ারম্যান পদ থেকে অপসারিত হলেন সৌমিক হোসেন ৷ আপাতত দায়িত্বে ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকি ৷

সৌমিক হোসেন

By

Published : Jul 25, 2019, 4:07 PM IST

ডোমকল, 25 জুলাই : দীর্ঘ দড়ি টানাটানির পর অবশেষে ডোমকল পৌরসভার চেয়ারম্যান পদ খোয়াতে হল সৌমিক হোসেনকে । ভাইস চেয়ারম্যানের ডাকা তলবি সভায় এদিন ভোটাভুটিতে গড়হাজির ছিলেন সৌমিক হোসেন । ১৫-০ ভোটের ব্যবধানে সৌমিক বিরোধী তৃণমূল সদস্যরা জয়ী হন । আপাতত ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকিকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে । পরে সর্বসম্মতিক্রমে ও দলীয় সিদ্ধান্তে চেয়ারম্যান ঠিক করা হবে বলেই জানানো হয়েছে।

বিস্তারিত আসছে..............

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details