বহরমপুর, 14 এপ্রিল :কেটে গিয়েছে 22 বছর ৷ সবাই হালও ছেড়ে দিয়েছিলেন। এতদিন পর মৃত হিসাবে ধরে নেওয়া হয়েছিল তাকে। কিন্তু 22 বছর পর ঘরে হঠাৎই ঘরে ফিরল ছেলে (Son Returns Home in Murshidabad) ।
বুধবার হঠাৎ বাড়িতে ফিরতেই চমকে উঠেছেন বাবা ও মা-সহ গ্রামবাসীরা। ঘটনাটি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার হুমাইপুর ঘোষপাড়া এলাকার। ছেলের নাম লালন শেখ, বয়স 35। পরিবার সূত্রে জানা গিয়েছে, 2000 সালে লালন সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। একদিন স্কুল থেকে ফিরে বন্ধুদের সঙ্গে খেলতে যায় লালন। কিন্তু তারপর আর বাড়ি ফেরেনি। পরিবারের লোক হন্যে হয়ে খুঁজেছে লালনকে। বিভিন্ন গণমাধ্যমে নিখোঁজের খবরও দেওয়া হয়েছে। কিন্তু লালনকে আর পাওয়া যায়নি।