পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Son Returns Home in Murshidabad : 22 বছর পর ঘরে ফিরল ছেলে - Son Returns Home in Murshidabad

2000 সালে সপ্তম শ্রেণীর ছাত্র ছিল লালন শেখ ৷ বাড়ি থেকে বেরিয়েছিল খেলতে ৷ আর ফিরে আসেনি ৷ পরিবারের লোক হন্যে হয়ে খুঁজেছে লালনকে ৷ বাড়ির কথা মনে পড়ায় 22 বছর পর বুধবার ফিরে এলেন তিনি (Son Returns Home in Murshidabad) ৷ লালনের বাড়ি ফিরে আসায় খুশি পরিবার-সহ প্রতিবেশীরা ৷

Son Returns Home in Murshidabad
22 বছর পর ঘরে ফিরল ছেলে

By

Published : Apr 14, 2022, 2:41 PM IST

বহরমপুর, 14 এপ্রিল :কেটে গিয়েছে 22 বছর ৷ সবাই হালও ছেড়ে দিয়েছিলেন। এতদিন পর মৃত হিসাবে ধরে নেওয়া হয়েছিল তাকে। কিন্তু 22 বছর পর ঘরে হঠাৎই ঘরে ফিরল ছেলে (Son Returns Home in Murshidabad) ।

বুধবার হঠাৎ বাড়িতে ফিরতেই চমকে উঠেছেন বাবা ও মা-সহ গ্রামবাসীরা। ঘটনাটি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার হুমাইপুর ঘোষপাড়া এলাকার। ছেলের নাম লালন শেখ, বয়স 35। পরিবার সূত্রে জানা গিয়েছে, 2000 সালে লালন সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। একদিন স্কুল থেকে ফিরে বন্ধুদের সঙ্গে খেলতে যায় লালন। কিন্তু তারপর আর বাড়ি ফেরেনি। পরিবারের লোক হন্যে হয়ে খুঁজেছে লালনকে। বিভিন্ন গণমাধ্যমে নিখোঁজের খবরও দেওয়া হয়েছে। কিন্তু লালনকে আর পাওয়া যায়নি।

আরও পড়ুন :Prank Shoot In Streets : মানুষের মনোরঞ্জন করতে কার্টুন সেজে রাস্তায় প্র্যাঙ্ক

এতদিন লালন ছিল বীরভূমের পাঁচামির এক পাথর খাদানে। সেখানেই কাজ করত। দিনকয়েক আগে পাশের গ্রাম তাজপুরের একজন পাথর কিনতে যায় পাঁচামিতে। সেখানেই লালনের সঙ্গে পরিচয়। তারপরই বাড়ির জন্য মনখারাপ করে লালনের। বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। বুধবার সেখান থেকে লরিতে করে কান্দি আসে। কান্দি থেকে বাসে বহরমপুর। বহরমপুর থেকে হরিহরহর পাড়া হয়ে বাড়িতে ৷ 22 বছর পর ছেলেকে ফিরে পেয়ে বাড়িতে এখন উৎসবের মেজাজ।

ABOUT THE AUTHOR

...view details