পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Son Stays with Mother Dead Body: মায়ের পচাগলা দেহ আগলে বসে ছেলে, দুর্গন্ধে টিকতে না-পেরে থানায় প্রতিবেশীরা - এবার ঘটনাস্থল সাগরদিঘি

মায়ের পচাগলা দেহ ঘরে রেখে সেখানেই কয়েকদিন ধরে বাস করছিলেন ছেলে ৷ দুর্গন্ধে অতিষ্ঠ প্রতিবেশীরা খবর দেন পুলিশে ৷ তারপর...

Son lives with Mother Dead Body
মায়ের পচাগলা দেহ

By

Published : Apr 2, 2023, 3:14 PM IST

মায়ের পচাগলা দেহ আগলে বসে ছেলে

সাগরদিঘি, 2 এপ্রিল: ঘরে মায়ের পচাগলা দেহ আগলে বাস করছিলেন ছেলে । শনিবার সন্ধেয় দুর্গন্ধে টিকতে না পেরে প্রতিবেশীদের সন্দেহ হয় ৷ খবর দেওয়া হয় থানায় । পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার পোপাড়া গ্রামে । খুন না স্বাভাবিক মৃত্যু, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । তবে ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে অনুমান প্রতিবেশীদের ৷

প্রতিবেশীদের কাছ থেকে জানা গিয়েছে, গত তিন দিন ধরেই দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকাতে । শনিবার সন্ধ্যেয় সেই দুর্গন্ধ প্রচণ্ড আকার নেয় ৷ টেকা দায় হয়ে উঠেছিল এলাকাতে । এরপরেই প্রতিবেশীরা কোন বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে সেটা সনাক্ত করে সাগরদিঘি থানায় খবর দেয় । খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং বাড়ির মধ্যে প্রবেশ করে দেখে একই ঘরের মধ্যে মায়ের পচাগলা দেহের সঙ্গে ছেলে বসবাস করছেন । পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় । ময়নাতদন্তের জন্য দেহটি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ।

পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধার নাম পূর্ণিমা দাস । ইতিমধ্যেই ছেলে সর্বেশ্বর দাসকে পুলিশ আটক করে সাগরদিঘি থানায় নিয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য । কবে মৃত্যু হয়েছে পূর্ণিমা দাসের তা এখনও জানা যায়নি । পুরো বিষয়টি খতিয়ে দেখছে সাগরদিঘি থানার পুলিশ । পাশাপাশি দেহ বাড়িতে রাখার কারণ কী, ছেলে সর্বেশ্বর দাস মানসিক ভারসাম্যহীন কিনা জানার জন্য তাঁকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে ৷

এই বিষয়ে প্রতিবেশী অচিন্ত্য সিনহা বলেন, "ওই বৃদ্ধা বাড়িতে উচ্চস্বরে চিৎকার করতেন । গালিগালাজও করতেন । তবে গত দশদিন ধরে সেসব কিছুই শুনতে পাওয়া যাচ্ছিল না । বৃদ্ধাকে দেখাও যাচ্ছিল না । গত তিনদিন ধরে পাড়ায় পচা গন্ধ বেরোচ্ছিল । আমার মেয়ে বলে পাশের বাড়িতে কুকুর মরেছে হয়তো । গতকাল গন্ধে অতিষ্ঠ হয়ে আমরা খুঁজতে শুরু করেই দেখি মায়ের পচাগলা দেহের পাশের শুয়ে রয়েছে ছেলে ।" অভিযুক্ত ছেলে মানসিক রোগী বলেই দাবি প্রতিবেশীদের । তাঁদের বক্তব্য, মানসিক রোগী না হলে পচাগলা দেহের পাশে রুটি বিস্কুট খেয়ে কেউ বাস করতে পারে না ।

আরও পড়ুন:চারদিন ধরে মৃত মায়ের দেহ আগলে ছেলে

ABOUT THE AUTHOR

...view details