সামসেরগঞ্জ, 7 এপ্রিল : সম্পত্তি বিবাদের জেরে ছেলের হাতে খুন হলেন বাবা (son kills father for property) ৷ ঘটনাটি ঘটেছে সামসেরগঞ্জ থানার বলবলপাড়া এলাকায় । মৃতের নাম হারাধন সাহা (75) । ঘটনার পর থেকেই পলাতক মৃতের ছেলে অভিযুক্ত সদানন্দ সাহা ৷ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সামসেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের সদস্যরা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷
জমি সংক্রান্ত বিবাদের জেরেই হারাধন সাহাকে খুন করেছে তাঁর ছেলে সদানন্দ সাহা ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ হারাধন সাহা তাঁর স্ত্রীর নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য কাগজপত্র নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলেন । পরিবারের অভিযোগ, সেসময় হারাধনবাবুকে বাধা দেয় তাঁর মেজো ছেলে সদানন্দ সাহা । শুরু হয় তর্কাতর্কি । অভিযোগ, একসময় বাবাকে ব্যাপক কিল ঘুষি মারতে শুরু করে সদানন্দ ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷