পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাইকেলে 140 কিমি উজিয়ে অসুস্থ মায়ের এমআরআই রিপোর্ট আনলেন ছেলে

মায়ের এমআরআই-এর রিপোর্ট আনতে সাইকেলে 140 কিলোমিটার পাড়ি দিলেন ছেলে ৷ পেশায় ঘুগনি বিক্রেতা মিজানুর রহমান মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকার উত্তর চাচণ্ড গ্রামের বাসিন্দা ৷ রাজ্য় জুড়ে কার্যত লকডাউনের মধ্যেই মায়ের স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট আনতে সাইকেলে 140 কিলোমিটার পাড়ি দেন তিনি ৷ যা কুর্নিশ কুড়িয়েছে সকলের ৷

wb-msd-140km-cyclening-03-wb10031
সাইকেলে 140 কিমি উজিয়ে অসুস্থ মায়ের এমআরআই রিপোর্ট আনলেন ছেলে

By

Published : May 21, 2021, 1:09 PM IST

সামশেরগঞ্জ, 21 মে :উথাল-পাথাল দামোদর সাঁতরে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিদ্যাসাগর ৷ আর এবার অসুস্থ মায়ের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আনতে সাইকেলে 140 কিলোমিটার পাড়ি দিলেন ছেলে ৷ মায়ের জন্য ছেলের এই উদ্যোগ নজর কেড়েছে নেট দুনিয়ার ৷ ঘটনার কথা ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷

পেশায় ঘুগনি বিক্রেতা মিজানুর রহমান মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকার উত্তর চাচণ্ড গ্রামের বাসিন্দা ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস খানেক ধরেই অসুস্থ মিজানুর রহমানের মা ৷ ঈদের দিন কয়েক আগে চিকিৎসকের পরামর্শ মতো মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে মাকে নিয়ে গিয়ে তাঁর এমআরআই করান মিজানুর ৷ কিন্তু সেই পরীক্ষার রিপোর্ট সঙ্গে সঙ্গে মেলেনি ৷ ঈদ শেষ হলেই রিপোর্ট আনতে যাওয়ার কথা ছিল ৷

কিন্তু ঈদের পরই রাজ্য জুড়ে কার্যত লকডাউন ঘোষিত হয় ৷ অথচ মিজানুরের মায়ের চিকিৎসার জন্য অবিলম্বে এমআরআই রিপোর্ট পাওয়াটা জরুরি ছিল ৷ কিন্তু যান চলাচল বন্ধ থাকায় কীভাবে যাবেন রিপোর্ট আনতে, সেটাই ভেবে পাচ্ছিলেন না মিজানুর ৷

অবশেষে বুধবার মালদা মেডিক্য়াল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে সাইকেল নিয়েই রওনা দেন মিজানুর ৷ ওই সাইকেলেই গ্রামে গ্রামে ঘুগনি ফেরি করেন তিনি ৷ টানা সাড়ে চার ঘণ্টা সময় লাগে 70 কিলোমিটার পথ পাড়ি দিতে ৷ মালদা মেডিক্য়াল কলেজে পৌঁছে এমআরআই রিপোর্ট সংগ্রহ করে আবার 70 কিলোমিটার সাইকেল চালিয়ে বাড়ি ফেরেন তিনি ৷

আরও পড়ুন :26 হাজার বাসিন্দার মৌসুনি দ্বীপে নেই ডাক্তার !

টানা ন’ঘন্টা সাইকেল চালিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেভাবে মায়ের জন্য রিপোর্ট নিয়ে এলেন ওই যুবক, তাতে তাজ্জব মিজানুরের প্রতিবেশীরা ৷ কিছুটা হয়তো মুগ্ধও ৷ মায়ের প্রতি ছেলের ভালবাসা ও শ্রদ্ধা কুর্নিশ কুড়িয়েছে সকলের ৷ সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ায় মিজানুরকে দেখতে তাঁর বাড়িতেও ঢুঁ মারছেন কেউ কেউ !

ABOUT THE AUTHOR

...view details