পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বচসার জের, ছেলেকে খুনের অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে - বচসার জেরে যুবককে খুন বাবার

নেশার টাকা নিয়ে পরিবারের সঙ্গে অশান্তি লেগেই থাকত ইমরানের ৷ আর তা নিয়ে কয়েকদিন ধরে অশান্তি চরমে ওঠে । আর শুক্রবার বিকালে আল্লারাখা ছেলেকে বাঁশ দিয়ে মারধর করেন ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ।

father killed son in a fight in kandi, murshidabad
বচসার জেরে যুবককে খুন বাবার

By

Published : May 23, 2020, 12:50 AM IST

কান্দি, 22 মে : বচসার জের । যুবককে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে । কান্দি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের হোটেলপাড়া এলাকার ঘটনা ৷ মৃতের নাম ইমরান শেখ ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নেশার টাকা নিয়ে পরিবারের সঙ্গে অশান্তি লেগেই থাকত ইমরানের ৷ আর তা নিয়ে কয়েকদিন ধরে অশান্তি চরমে ওঠে । আর শুক্রবার বিকালে আল্লারাখা ছেলেকে বাঁশ দিয়ে মারধর করেন ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কান্দি থানার পুলিশ । তারা মৃতদেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় ।

ঘটনার পর থেকে অভিযুক্ত আল্লারাখা শেখ পলাতক । ইমরানের মাকে আটক করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details