পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডোমকলে খুন 3 তৃণমূল কর্মী - tmc

ডোমকলে খুন তিন তৃণমূল কর্মী । জখম এক । গড়াইমারি পঞ্চায়েতের কুচিয়ামোড়ার ঘটনা ।

ফাইল ফোটো

By

Published : Jun 15, 2019, 9:19 AM IST

Updated : Jun 15, 2019, 11:14 AM IST

ডোমকল, 15 জুন : ডোমকলে খুন তিন তৃণমূল কর্মী । জখম এক । গড়াইমারি পঞ্চায়েতের কুচিয়ামোড়ার ঘটনা । মৃতদের নাম সোহেল রানা, রইদুল শেখ, খাইরুদ্দিন শেখ । অভিযোগের তির কংগ্রেস ও CPI(M)-এর দিকে ।

আজ সকালে গুলিবিদ্ধ হয়ে খুন হন এই তিন তৃণমূল কর্মী । ঘটনাটি কেন্দ্র করে এলাকায় চলছে ব্যাপক বোমাবাজি । এখনও সেখানে ঢুকতে পারেনি পুলিশ ।

Last Updated : Jun 15, 2019, 11:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details