বহরমপুর, 28 সেপ্টেম্বর : প্রকাশ্যে মাথায় পিস্তল ঠেকিয়ে 2 লাখ টাকা ছিনতাই । ঘটনাটি বহরমপুরের । গতকাল বহরমপুর পশু হাসপাতালের সামনে উকিল পাড়ার বাসিন্দা প্রণব চক্রবর্তীর মাথায় বন্দুক ঠেকিয়ে ব্যাগ ভরতি টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা পালিয়ে যায়, ফলে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করেও তাদের ধরতে পারেনি । পুলিশ তাদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করেছে । আহত প্রণববাবুকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভরতি করা হয়েছে ।
দিনের বেলায় মাথায় পিস্তল ঠেকিয়ে 2 লাখ টাকা ছিনতাই - দিনের বেলায় মাথায় পিস্তল ঠেকিয়ে 2 লাখ টাকা ছিনতাই
প্রকাশ্যে মাথায় পিস্তল ঠেকিয়ে 2 লাখ টাকা ছিনতাই । বহরমপুর পশু হাসপাতালের সামনের ঘটনা ।
![দিনের বেলায় মাথায় পিস্তল ঠেকিয়ে 2 লাখ টাকা ছিনতাই](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4577768-thumbnail-3x2-uu.jpg)
ছবিটি প্রতীকী
প্রণববাবু বহরমপুরে একটি ওষুধ দোকানে কাজ করেন । গতকাল ব্যাগে 2 লাখ নিয়ে তিনি পাশের একটি ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন । পুলিশের অনুমান, দোকান থেকে টাকা নিয়ে বেরনোর সময় থেকেই নজর রাখছিল ওই দুষ্কৃতীরা । পরে একটি ফাঁকা জায়গা পেয়েই কাজ সেরে ফেলে তারা ।
দেখুন ভিডিয়ো
Last Updated : Sep 28, 2019, 1:48 PM IST