বহরমপুর, 14 মার্চ: 80 কেজি গাঁজা সহ গ্রেপ্তার ছয় মাদক পাচারকারী ৷ পুলিশের চোখে ধুলো দিতে গাজা পাচারে ব্যবহার করা হয়েছিল চারটি গাড়ি । গোপন সূত্রে খবর পেয়ে 80 কেজি গাঁজা সহ ছজনকে গ্রেপ্তার করল বহরমপুর থানা ও জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ । গতকাল রাতে চারটি গাড়ি সহ ওই ছ'জনকে বহরমপুর থানার মানকরা থেকে গ্রেপ্তার করা হয় । আজ তাদের NDPS র বিশেষ আদালতে তুলে পুলিশ হেপাজতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ৷
80 কেজি গাঁজা সহ গ্রেপ্তার 6 পাচারকারী - বহরমপুর থানা
বহরমপুরে 80 কেজি গাঁজা সহ গ্রেপ্তার 6 মাদক পাচারকারী ৷ ঘটনা কোচবিহারের ৷ কোচবিহারের আখরিহাট থেকে দু'বস্থা গাঁজা লোড করে চারটি গাড়ি নিয়ে মুর্শিদাবাদ আসছিল পাচারকারীরা ৷ বহরমপুর থানা ও জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ গোপনসূত্রে খবর পেয়ে গাড়িগুলি আটক করে 80 কেজি গাঁজা উদ্ধার করে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত 3 জনের বাড়ি নদিয়া জেলায় ৷ বাকিরা উত্তরদিনাজপুর, মুর্শিদাবাদ ও কোচবিহারের একজন করে রয়েছে । পুলিশ সূত্রে জানা গেছে, কোচবিহারের আখরিহাট থেকে দু'বস্তা গাঁজা লোড করে 4টি গাড়ি নিয়ে মুর্শিদাবাদ আসছিল পাচারকারীরা ।
বিশেষ সূত্রে খবর পেয়ে, বহরমপুর থানার পুলিশ ও SOG যৌথ উদ্যোগে হানা দিয়ে গাড়িগুলি আটক করে । পুলিশের চোখে ধুলো দিতেই এতগুলো গাড়ি ব্যবহার করা হয়েছিল বলে জানা গিয়েছে । গাঁজার বস্তা ডোমকলের হোগলবেড়িয়ার একজনকে দেওয়া হত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানতে পারে পুলিশ । ধৃতদের নাম রাজেশ মণ্ডল,আশরাফুল শেখ, সলিল শেখ, তপন বর্মন, বল্টু শেখ ও কার্তিক সরকার । ধৃতদের আদালতে আজ আদালতে তোলা হবে বলে জানা গেছে