পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মায়ের স্মৃতিতে মুর্শিদাবাদ মেডিক্যালে করোনা চিকিৎসার বিশেষ যন্ত্র প্রদান অরিজিৎ সিংয়ের - কোভিড-19

বলিউডের বিশিষ্ট সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজকে পাঁচটি হাই-ফ্লো নাজাল অক্সিজেন মেশিন প্রদান করলেন ৷ করোনা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে গিয়ে তাঁর এই পদক্ষেপ ৷ নিজের স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে শনিবার এই পাঁচটি এইচএফএনও মেশিন তুলে দিলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের হাতে । কয়েকদিন আগে অরিজিতের মা করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ তাঁর স্মৃতির উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানান সংস্থার এক সদস্য ।

মুর্শিদাবাদ মেডিকেলে করোনা চিকিৎসার বিশেষ যন্ত্র প্রদান অরিজিৎ সিংয়ের
মুর্শিদাবাদ মেডিকেলে করোনা চিকিৎসার বিশেষ যন্ত্র প্রদান অরিজিৎ সিংয়ের

By

Published : May 23, 2021, 10:42 PM IST

বহরমপুর, 23 মে : মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজকে পাঁচটি এইচএফএনও মেশিন দিলেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং ৷ করোনা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ালেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। নিজের স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে পাঁচটি হাই-ফ্লো নাজাল অক্সিজেন মেশিন তুলে দিলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের হাতে । আধুনিক এই মেশিনের দ্বারা মুমূর্ষু রোগীদের চিকিৎসা আরও সহজ হবে । কয়েকদিন আগে অরিজিতের মা করোনা আক্রান্ত হয়েই মারা গিয়েছেন ৷ তাঁর স্মৃতির উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানান সংস্থার এক সদস্য ।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে হাই-ফ্লো নাজাল অক্সিজেন মেশিন ছিল না এতদিন । হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এবিষয়ে কথা বলে অরিজিৎকে জানান তাঁর স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা । অরিজিতের বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে । সেখানেই লন্ডন মিশন হাসপাতালটিও ধুঁকছে আধুনিক যন্ত্রপাতির অভাবে । লন্ডন মিশন ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জন্য আপাতত দশটি হাই-ফ্লো নাজাল অক্সিজেন মেশিন চাওয়া হয়েছিল । মুম্বই থেকে আপাতত পাঁচটি মেশিন পেঠিয়েছেন অরিজিৎ । সেগুলি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে দেওয়া হয়েছে । বাকি পাঁচটি পৌঁছলে জিয়াগঞ্জের লন্ডন মিশন হাসপাতালে দেওয়া হবে । পাশাপাশি লন্ডন মিশন হাসপাতালটি ঢেলে সাজাতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলেও জানানো হয়েছে ওই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে ।

মায়ের স্মৃতিতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঁচটি এইচএফএনও মেশিন দিলেন সঙ্গীতশিল্পী অভিজিৎ সিং ৷

প্রসঙ্গত, এই লন্ডন মিশন হাসপাতালেই ভর্তি ছিলেন অরিজিতের মা । সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হয়ে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় তাঁকে । সেখানেই মৃত্যু হয় তাঁর ৷

আরও পড়ুন : কিছুটা কমল সংক্রমণ, বাড়ছে সুস্থতার হার; চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

ABOUT THE AUTHOR

...view details