বহরমপুর, 10 জুন : বোমা-গুলিতে উত্তপ্ত বহরমপুর শহর । এক তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে চলল গুলি, পড়ল বোমা । ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বহরমপুর থানার চুঁয়াপুর প্রান্তিক পাড়ায় । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।
অভিযোগ, তৃণমূল নেতা সাজ্জু শেখ কাজ সেরে বাড়ি ফিরছিলেন । সেই সময় দুষ্কৃতীরা তাঁর বাড়ির সামনেই হামলা চালায় । সাজ্জু শেখকে লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়া হয় । অভিযোগের তীর কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অল্পের জন্য তৃণমূল নেতা প্রাণে বেঁচে গেলেও ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর গাড়িটি ।