ইসলামপুর , 12 ডিসেম্বর : সোলার লাইট বসানোকে কেন্দ্র করে গুলি চলল ইসলামপুরে । ঘটনায় জখম হয়েছে তিনজন । জখম তিনজনের নাম মিজান শেখ, পিয়ারুল শেখ ও রাকিবুল ইসলাম । ইসলামপুর থানার টেঁকারাইপুরের ঘটনা । জখম তিনজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । গতকাল রাতেই ওই এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট ।
সম্প্রতি , টেঁকারাইপুর নতুন পাড়ার তেমাথা মোড়ে পঞ্চায়েতের মাধ্যমে সোলার লাইট বসানো হয় । অভিযোগ , শুক্রবার সন্ধে নাগাদ ওই লাইটের মুখ নিজের দোকানের দিকে ঘুরিয়ে নেয় মোটর বাইকের গ্যারেজ মালিক মাসিদুল ইসলাম । আলোর অভিমুখ ঘুরিয়ে নেওয়ায় অন্ধকার হয়ে যায় জনবহুল মোড়টি । এরপরেই লাইট সরানোর প্রতিবাদ করে গ্রামের বাসিন্দারা । তা নিয়ে রাত্রি পর্যন্ত দু'পক্ষের মধ্যে বচসা চলতে থাকে ।
আরও পড়ুন , বেলঘরিয়ায় যুবককে গুলি, কারণ ঘিরে ধোঁয়াশা