বহরমপুর, 29 ডিসেম্বর:এবার সমবায় নির্বাচনেও গুলি চালানোর অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে (Shootout and Bombing Over Cooperative Election) । পঞ্চায়েত নির্বাচনের মহড়া বলেই মনে করছেন অনেকে। নওদা ব্লকের চাঁদপুর সমবায় নির্বাচনকে (Cooperative Election) কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিরোধীদের ভোট দানে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।
মূলত বুথ দখলকে কেন্দ্র করেই এই ঝামেলা ৷ সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হতেই বিরোধী এজেন্টদের ভোটগ্রহণ কেন্দ্র থেকে জোর করে বের করে দেওয়া হয় ৷ এ থেকেই সূত্রপাত ৷ বিরোধীদের বাঁশ লাঠি নিয়ে মারার জন্য তাড়া করারও অভিযোগ ওঠে শাসকদলের (TMC) বিরুদ্ধে ৷ সকাল থেকে দফায় দফায় বিরোধীদের সঙ্গে ঝামেলা শুরু হয়। দুই পক্ষের সংঘর্ষের ছবি সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন সংবাদ মাধ্যমের দুই প্রতিনিধিও। স্থানীয় ব্লক তৃণমূল সভাপতির নেতৃত্বেই সাংবাদিকদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। নওদা থানায় আক্রান্ত সাংবাদ মাধ্যমেই দুই প্রতিনিধি লিখিত অভিযোগও দায়ের করেছেন।
আরও পড়ুন:সমবায় নির্বাচনে রণক্ষেত্র নন্দীগ্রামের ডেকুটিয়া, আহত বহু