বড়ঞা, 8 জুলাই : বর্ষা এলেই চলার উপযুক্ত থাকে না বড়ঞা থানার শীতলগ্রামের রাস্তা ৷ যেমন কাদা তেমন জল ৷ সেই রাস্তা মেরামতের দাবি নিয়ে বড়ঞা BDO অফিসে মাদল বাজিয়ে বিক্ষোভ দেখাল শীতলগ্রামের প্রায় শতাধিক আদিবাসী পরিবারের মানুষজন । শেষমেশ রাস্তা মেরামতের আশ্বাস দেন BDO সাগর ঘোষ ।
রাস্তা মেরামতের দাবিতে বড়ঞা BDO অফিসে বিক্ষোভ শীতলগ্রাম আদিবাসীদের - Murshidabad News
আজ বড়ঞা BDO অফিস চত্ত্বরে রাস্তা মেরামতের দাবি নিয়ে বিক্ষোভ দেখাল শীতলগ্রামের প্রায় শতাধিক আদিবাসী পরিবারের মানুষজন । পাশাপাশি BDO সাগর ঘোষকে স্মারকলিপিও জমা দেন বিক্ষোভকারীরা ।
বিক্ষোভকারীদেরই একজন রতন লাল জানান, হাতে চটি, কাঁধে সাইকেল নিয়ে রাস্তা চলাচল করতে হয় ৷ অভিযোগ, দীর্ঘদিন থেকে প্রতিশ্রুতি পেলেও রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেয় না প্রশাসন । বেহাল রাস্তার কারণে আদিবাসী পরিবারের মানুষজন বাড়ি থেকে বেরোতে পারছে না । রাস্তা মেরামত না হলে মুখ্যমন্ত্রীর কাছে যাবে বলে হুমকি দেয় তাঁরা ৷
আজ বড়ঞা BDO অফিস চত্ত্বরে বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি BDO সাগর ঘোষকে স্মারকলিপিও জমা দেন বিক্ষোভকারীরা । অবশেষে রাস্তা মেরামতের আশ্বাস দিয়েছেন BDO সাগর ঘোষ ।