পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Farakka Water Crisis: নেই পরিশ্রুত পানীয় জলের পরিষেবা, নদীর জল খেয়ে দিন কাটছে গ্রামের - পানীয় জলের সমস্যা

গ্রামে রয়েছে দুটি মাত্র টিউবওয়েল ৷ তাও আবার কাজ করে না ৷ পানীয় জলের সমস্যায় ভুগছেন ফরাক্কা থানার মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের বনিদাপুকুরের বাসিন্দারা (Severe Water Crisis at Farakka) ।

Farakka Water Crisis
পানীয় জলের অভাব, সমস্যায় গ্রামবাসী

By

Published : Jan 5, 2023, 1:58 PM IST

পানীয় জলের অভাব, সমস্যায় গ্রামবাসী

ফরাক্কা, 5 জানুয়ারি: গ্রামে রয়েছে মাত্র দুটি টিউবওয়েল । দীর্ঘদিন ধরে সে দুটিও অকেজো হয়ে পড়ে রয়েছে । পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে কুঁয়োও (Severe Water Crisis at Farakka)। নেই কোনও পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। ফলে পানীয় জল হোক কিংবা স্নান করার জল সবকিছুতেই একমাত্র ভরসা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ফিডার ক্যানেল । এমনই অবস্থায় দিন গুজরান করছেন ফরাক্কা থানার মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের বনিদাপুকুরের বাসিন্দারা । দীর্ঘদিন ধরেই ফিডার ক্যানেলের জল পান করতে হচ্ছে তাদের। বারবার প্রশাসনকে জানানোর পরেও কোনও ব্যবস্থা গ্রহণ না করায় জমছে ক্ষোভ।

আরও পড়ুন:আড়াই দশক ধরে অমিল পানীয় জল, জানেন না পঞ্চায়েত প্রধান !

কয়েক হাজার মানুষের বসবাস এই গ্রামে । গোটা গ্রামের মধ্যে রয়েছে মাত্র দুটি টিউবওয়েল । গ্রামবাসীদের জলপান করার একমাত্র ভরসা ওই দুটি টিউবওয়েলই। বর্তমানে সেগুলি অকেজো হয়ে পড়ে। পাথুরে মাটির গ্রামে পানীয় জলের কুঁয়োটিও পরিত্যক্ত । ফলে জল পান করতে চরম কষ্টের মধ্যে পড়তে হচ্ছে এলাকাবাসীকে । প্রশাসনকে বারবার বলার পরেও কোনওরকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি । নেই পরিশ্রুত পানীয় জলও । গ্রামবাসীদের পানীয় জলের ভরসা নদীর জল । যা ঘিরেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষ । ফিডার ক্যানেলের জল পান করলেও প্রশাসনের কোনও হেলদোল নেই বলেও অভিযোগ তাঁদের । অবিলম্বে পানীয় জলের বন্দোবস্ত করার দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা । এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি, এলাকার মাটির নীচে পাথর থাকায় টিউবওয়েল বসানো নিয়ে সমস্যা দেখা দিয়েছে । তাই এমন অবস্থা । তাঁরা বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন । খুব শীঘ্রই ব্যবস্থা হবে ।

আরও পড়ুন:বেহালায় পানীয় জলের খোঁজে পাতালে ! গরমের আগেই মিটবে সমস্যা, আশ্বাস কাউন্সিলরের

ABOUT THE AUTHOR

...view details