মুর্শিদাবাদ, 21 মে: পঞ্চায়েত নির্বাচনে দলের কর্মীদের চাঙ্গা করা এবং নীচু তলার কর্মীদের কাছে পৌঁছনো দলের লক্ষ্য ৷ নির্বাচনের আগে সাধারণকর্মী থেকে দলীয় সমর্থক এবং আমজনতার মধ্যে জনসংযোগ তৈরি করতে নবজোয়ার কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে ৷ ঠিক সে সময় প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ শনিবার সন্ধেয় মুর্শিদাবাদের ভরতপুরে বিধায়ক কার্যালয়ের বাইরে বিধায়ক হুমায়ুন কবীরের অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম ওরফে টার্জেনের বিরুদ্ধে।
অভিযোগ, এদিন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর দলীয় কর্মীদের নিয়ে নিজ কার্যালয়ে একটি বৈঠক করছিলেন ৷ সেই সময়ে স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলামের অনুগামীরা হঠাৎই এসে হামলা চালায় । অতর্কিত হামলায় কার্যালয়ের বাইরে থাকা একাধিক তৃণমূলের কর্মী আহত হন । গুরুতর আহত অবস্থায় সকলকেই প্রথমে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা ।
শুক্রবার ভরতপুর এলাকায় বিধায়কের কার্যালয়ের কাছে একটি জনসভার আয়োজন করা হয়েছিল ৷ সেই সভাতেই ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলামকে আলাদা দল গঠন ও দলবিরোধী কার্যকলাপ নিয়ে তীক্ষ্ণ মন্তব্য করে ছিলেন বিধায়ক হুমায়ুন কবির । বিধায়কের এমন মন্তব্য যথেষ্ট সাড়া ফেলেছিল। সেই কারণেই তৃণমূলের দু-পক্ষের মধ্যে এমন সংঘর্ষ বলে মনে করা হচ্ছে। ঘটনায় জখম হন অনেকেই । রক্তাক্ত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।