ডোমকল, 31 মে: বাইকের সামনে বাজি ফাটিয়ে রাস্তা আটকে মারামারি । মঙ্গলবার রাতের এই ঘটনায় উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের ডোমকলে । ঘটনাতেই উঠে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা ৷ মঙ্গলবার ডোমকলের বৃন্দাবনপুরে পঞ্চায়েত সমিতির মিটিং ছিল তৃণমূলের ৷ জানা গিয়েছে, সেখান থেকে ফেরার পথে একদল তৃণমূল নেতা-কর্মীর পথ আটকায় দলেরই অপর গোষ্ঠী ৷ যারা পথ আটকায় তারা কংগ্রেস থেকে আসা নব্য তৃণমূল বলে স্থানীয়দের দাবি ৷
অভিযোগ, মিটিং সেরে ফেরার পথে তৃণমূলের নেতা-কর্মীদের পথ আটকে বাইক থামিয়ে বাজি ফাটায় ৷ এরপরেই শুরু হয় ঝামেলা ৷ দু'পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতির সূচনা হয় ৷ ক্রমে তা খণ্ডযুদ্ধের আকার নেয় । ইট, পাটকেল, লাঠি হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ এই মারধরের ঘটনায় জখম হন দু'পক্ষের ছয় জন । এমনকি ওই সংঘর্ষের সময় এলাকায় বোমাবাজির অভিযোগও উঠেছে ৷ তিন রাউন্ড গুলিও চলে বলে খবর ৷ মুর্শিদাবাদের ডোমকলের জুগিন্দা মিঞা খারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে ৷