পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Inner Clash: ডোমকলে তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষে আহত 6 - ডোমকলে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ

মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত 6 ৷ এলাকায় গুলিও চলে বলে অভিযোগ ৷

ETV Bharat
আহত তৃণমূলকর্মী

By

Published : May 31, 2023, 4:51 PM IST

ডোমকল, 31 মে: বাইকের সামনে বাজি ফাটিয়ে রাস্তা আটকে মারামারি । মঙ্গলবার রাতের এই ঘটনায় উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের ডোমকলে । ঘটনাতেই উঠে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা ৷ মঙ্গলবার ডোমকলের বৃন্দাবনপুরে পঞ্চায়েত সমিতির মিটিং ছিল তৃণমূলের ৷ জানা গিয়েছে, সেখান থেকে ফেরার পথে একদল তৃণমূল নেতা-কর্মীর পথ আটকায় দলেরই অপর গোষ্ঠী ৷ যারা পথ আটকায় তারা কংগ্রেস থেকে আসা নব্য তৃণমূল বলে স্থানীয়দের দাবি ৷

অভিযোগ, মিটিং সেরে ফেরার পথে তৃণমূলের নেতা-কর্মীদের পথ আটকে বাইক থামিয়ে বাজি ফাটায় ৷ এরপরেই শুরু হয় ঝামেলা ৷ দু'পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতির সূচনা হয় ৷ ক্রমে তা খণ্ডযুদ্ধের আকার নেয় । ইট, পাটকেল, লাঠি হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ এই মারধরের ঘটনায় জখম হন দু'পক্ষের ছয় জন । এমনকি ওই সংঘর্ষের সময় এলাকায় বোমাবাজির অভিযোগও উঠেছে ৷ তিন রাউন্ড গুলিও চলে বলে খবর ৷ মুর্শিদাবাদের ডোমকলের জুগিন্দা মিঞা খারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে ৷

এই অশান্তির ঘটনায় জখম হয়েছেন তৃণমূলের বুথ সভাপতি সহ আরও পাঁচজন। জখম বুথ সভাপতির নাম মইদুল মণ্ডল ৷ এছাড়াও সফিকুল মণ্ডল, ফজরুদ্দিন সেখ, রবিউল ইসলাম, উরফান মণ্ডল এবং মতিউর রহমান নামে 5 জন । ঘটনার পর জখমদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ।

আরও পড়ুন:ফের গোষ্ঠী সংঘর্ষে নিহত তৃণমূল কর্মী, উত্তপ্ত মুর্শিদাবাদ

এই ঘটনা প্রসঙ্গে, ইয়ারুল ইসলাম নামে এক পঞ্চায়েত সদস্য জানান, পঞ্চায়েত সমিতির মিটিং শেষ করে বাড়ি ফেরার পথে বাইকের সামনে বাজি ফাটানো হয় ৷ তাঁর অভিযোগ, যারা হামলা চালায় তারা আগে কংগ্রেসের এজেন্ট ছিল । এখন নব্য তৃণমূল । এরপরেই প্রথমে বচসা ও পরে হাতাহাতি শুরু হয় ৷ ইট ও লাঠি দিয়ে মারধর করা হয় ৷ ইয়ারুল গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details