পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kandi Road Accident: পথ দুর্ঘটনায় মৃত মহিলাকে দেখতে গিয়ে মোটরবাইকের ধাক্কায় জখম পরিবারের সদস্যরা - পথ দুর্ঘটনায় মৃত মহিলাকে দেখতে গিয়ে মোটরবাইকের

পথ দুর্ঘটনায় মৃত মহিলা ও বাকিদের দেখতে গিয়ে ফের বিপত্তির সম্মুখীন দুই পরিবারের সদস্যরা ৷ কান্দি পশু হাসপাতালের কাছে পৃথক পথ দুর্ঘটনায় জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের সদস্য-সহ চার জন ৷

Kandi Road Accident
প্রতীকী ছবি

By

Published : May 3, 2023, 8:35 AM IST

মৃতকে দেখতে গিয়ে পথ দুর্ঘটনায় জখম পরিবারের সদস্যরা

কান্দি, 3 মে: মুর্শিদাবাদের কান্দি থানার ভাণ্ডেরা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক মহিলার। পাশাপাশি এই ঘটনায় আরও দু'জন আহত হন ৷ পুলিশ জানিয়েছে, মৃতের নাম লাজিনা বিবি (25)। তাঁদের বাড়ি বড়ঞা থানার শ্রীহট্ট গ্রামে। মোটর বাইকের সঙ্গে বাসের ধাক্কায় প্রাণ যায় লাজিনা বিবির। খবর পেয়ে হাসপাতালে যাওয়ার সময় আবারও পথ দুর্ঘটনার কবলে পড়লেন পরিবারের দুই সদস্য ৷ দুর্ঘটনায় এই দু'জন-সহ মোট 4 জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে স্বামী সাদ্দাম আলির সঙ্গে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন লাজিনা। বাড়ি ফেরার পথে একটি বাস ওই মোটর বাইকের পিছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই পড়ে গিয়ে মৃত্যু হয় মহিলার। আহত হন তাঁর তিন বছরের শিশু ও স্বামী। গুরুতর আহত অবস্থায় দু'জনকে কান্দি মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ৷ অপরদিকে পুলিশ লাজিনার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল ময়নাতদন্তের পাঠিয়েছে।

আরও পড়ুন:চলন্ত গাড়ির বনেটে ঝুলছেন ব্যক্তি, আটক অভিযুক্ত চালক

তবে এর কয়েক ঘণ্টার মধ্যে ঘটে গেল ফের বিপত্তি! দুর্ঘটনার খবর পেয়ে মৃত লাজিনা ও আহত সাদ্দাম আলির পরিবারের ছ'জন সদস্য টোটো করে হাসপাতালে আসছিলেন ৷ তাঁরা সকলেই আঙ্গারপুরের বাসিন্দা। সেইসময় এক মোটর বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে টোটোতে। কান্দি পশু হাসপাতালের সামনে সংঘর্ষটি ঘটে। জখম হন মোট চার জন। মোটর বাইকে ছিলেন দু'জন ও টোটোতে ছিলেন ছ'জন যাত্রী। তার মধ্যে চার জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। টোটোতে থাকা আহতরা জানান, বাইক চালক মদ্যপ অবস্থায় ছিলেন ৷ সংঘর্ষের সঙ্গে সঙ্গে টোটোর কাঁচ ভেঙে যায়। আহতদের সকলকে উদ্ধার করে স্থানীয়রা কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান ৷ হাসপাতাল চত্বরে ছড়ায় উত্তেজনা ৷ পরপর এই দুর্ঘটনায় কান্নায় ভেঙে পড়েন মৃত মহিলার পরিবারের সদস্যরা ৷

ABOUT THE AUTHOR

...view details