কান্দি, 3 মে: মুর্শিদাবাদের কান্দি থানার ভাণ্ডেরা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক মহিলার। পাশাপাশি এই ঘটনায় আরও দু'জন আহত হন ৷ পুলিশ জানিয়েছে, মৃতের নাম লাজিনা বিবি (25)। তাঁদের বাড়ি বড়ঞা থানার শ্রীহট্ট গ্রামে। মোটর বাইকের সঙ্গে বাসের ধাক্কায় প্রাণ যায় লাজিনা বিবির। খবর পেয়ে হাসপাতালে যাওয়ার সময় আবারও পথ দুর্ঘটনার কবলে পড়লেন পরিবারের দুই সদস্য ৷ দুর্ঘটনায় এই দু'জন-সহ মোট 4 জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে ৷
জানা গিয়েছে স্বামী সাদ্দাম আলির সঙ্গে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন লাজিনা। বাড়ি ফেরার পথে একটি বাস ওই মোটর বাইকের পিছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই পড়ে গিয়ে মৃত্যু হয় মহিলার। আহত হন তাঁর তিন বছরের শিশু ও স্বামী। গুরুতর আহত অবস্থায় দু'জনকে কান্দি মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ৷ অপরদিকে পুলিশ লাজিনার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল ময়নাতদন্তের পাঠিয়েছে।