ডোমকল, 21 জুন : বহরমপুর রাজ্য সড়কে বাস ও লরির মুখোমুখি সংর্ঘষ হওয়ায় দুর্ঘটনার কবলে পড়লেন যাত্রীরা (Murshidabad Bus Accident)। সংঘর্ষে আহত হন প্রায় বেশ কয়েকজন বাসযাত্রী । ঘটনাটি ঘটেছে ডোমকলের কলাবাড়িয়া বাজার এলাকায়।
স্থানীয়রা জানান, বহরমপুর থেকে একটি যাত্রী ভর্তি বেসরকারি বাস আসছিল । অপরদিকে ডোমকল থেকে একটি সিমেন্ট ভর্তি লরি বহরমপুরের দিকে যাচ্ছিল । যদিও তেমন বড় কোনও ক্ষতি হয়নি । তবে প্রায় ছয় জন বাস যাত্রীকে ডোমকল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে । ঘাতক গাড়ি দুটিকে আটক করেছে ডোমকল থানার পুলিশ ৷ যদিও চালকরা পলাতক ।