দাসপুর, 21 ডিসেম্বর: রুপোর কারখানায় কাজ চলাকালীন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় ৷ এই ঘটনায় আহত হয়েছেন 6 জন কর্মী ৷ তাদের মধ্যে নাবালক 3 জন । বিস্ফোরণের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসে ৷ খবর যায় পুলিশের কাছে । আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ তারা সবাই এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷ তদন্তে নেমেছে দাসপুর থানার পুলিশ ৷
বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নুনিয়াগোদা এলাকায় ৷ জানা গিয়েছে, রুপোর ব্যবসায়ী বাপী চাকির অধীনে প্রায় 30 জন কাজ করে ৷ একটি ভাড়া বাড়িতে রুপোর গয়না তৈরির কাজ হয় ৷ এদিন রাতে রুপোর কারখানায় কাজ চলছিল ৷ হঠাৎ একটি গ্যাস সিলিন্ডারের কিট বিস্ফোরণ হয় ৷
সেই সময় ঘরে 10 জন শ্রমিক কাজ করছিলেন ৷ সবাই আহত হন ৷ তাঁদের মধ্যে আগুনে ঝলসে জখম হন ৬ জন শ্রমিক ৷ তাঁদের প্রত্যেককেই ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ ৷ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে দাসপুর থানার পুলিশ ৷