পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাগীরথীতে পড়ল গাড়ি ! মুর্শিদাবাদে নৌকা পারাপারের সময় নদীতে ডুবে মৃত 3 - car drown in Bhagirathi river

Car Drown in River: নৌকায় গাড়ি তুলে নদী পারাপারের সময় দুর্ঘটনা ৷ ভাগীরথীর জলে পড়ে তলিয়ে গেল গাড়ি। মৃত 3 ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 1:03 PM IST

Updated : Nov 30, 2023, 3:51 PM IST

নৌকা পারাপারের সময় নদীতে ডুবে মৃত 3

মুর্শিদাবাদ, 30 নভেম্বর:নদীতে গাড়ি পড়ে 3 জনের মৃত্যু। নৌকায় করে গাড়ি পারপার করতে গিয়ে দুর্ঘটনা ৷ নৌকায় পারাপারের সময় ভাগীরথীর জলে তলিয়ে যায় গাড়িটি । বৃহস্পতিবার সকাল ন‘টা নাগাদ মুর্শিদাবাদের লালবাগে সদরঘাটে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে চালক-সহ 7 জন যাত্রী ছিলেন । তার মধ্যে 4জনকে উদ্ধার করা গেলও বাকিরা তলিয়ে যান গাড়ি-সহ ৷ পরে নদী থেকে 3 জনের দেহ উদ্ধার করা হয় ।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় মুর্শিদাবাদ থানার পুলিশ ৷ দুর্ঘটনার পরই উদ্ধার কাজে হাত লাগান নদীতীরে থাকা মাঝিরা ৷ গাড়ির জানালা দিয়ে চারজনকে উদ্ধার করা গেলেও, প্রায় দু’ঘণ্টা পর মৃত অবস্থায় 3জনকে উদ্ধার করেন মাঝিরা ৷ জানা গিয়েছে, গাড়িতে থাকা সকলেই নদী পেরিয়ে কীরিটেশ্বরী যাচ্ছিলেন ৷

প্রত্যক্ষদর্শী রিঙ্কু গড়াই বলেন, "সকাল বেলার ব্যস্ত সময়ে নৌকতে প্রচুর ভিড় থাকে ৷ তার মধ্যেও গাড়িটি তোলা হয়েছিল ৷ যাত্রীদের ভারে নৌকাটির একদিক প্রায় হেলে গিয়েছিল ৷ সেই সময়েই গাড়িটি গড়িয়ে নদীতে পড়ে যায় ৷ খেয়াঘাটে উপস্থিত মাঝিরা কোনওরকমে 4 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও ৷ তিন জন তলিয়ে যান ৷"

দুর্ঘটনার পরেই খেয়া পারাপার কর্তাদের উপর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ । তাদের অভিযোগ, যাত্রী নিরাপত্তার তোয়াক্কা না করেই খেয়া পারাপার হয় সদরঘাটে ৷ এটাই প্রথম নয় এর আগেও এই নদীতে গাড়ি পড়ে গিয়েছিল নৌকা থেকে ৷ যদিও তখন কেউ হতাহত হয়নি ৷ তবে অতীতে গাড়ি তলিয়ে মৃত্যু ঘটনায় দু’জনের মত্যু হয়েছে ৷ প্রাশসনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি ৷

আরও পড়ুন:

  1. মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত দুই ভাই
  2. ভাইকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু দিদির
  3. বিহারের সোন নদীতে জলে ডুবে মৃত্যু চার শিশুর
Last Updated : Nov 30, 2023, 3:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details