ফরাক্কা ও মালদা, 15 ডিসেম্বর : করোনার নয়া প্রজাতি ওমিক্রন এবার গুটি-গুটি পায়ে হানা দিল বঙ্গেও (Omicron case detect in West Bengal) ৷ মুর্শিদাবাদের বছর সাতের এক বালক আক্রান্ত করোনার নয়া প্রজাতিতে (seven years old boy from Murshidabad contracted to Omicron) ৷ আবুধাবি, হায়দরাবাদ হয়ে ওই বালক বঙ্গে প্রবেশ করেছে বলে মুর্শিদাবাদ স্বাস্থ্য দফতর সূত্রে খবর ৷
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: সন্দীপ সান্যাল বলেন, ‘‘ওই বালকের বাড়ি ফরাক্কার বেনিয়াগ্রামে হলেও বর্তমানে সে মালদার কালিয়াচকের মামার বাড়ি রয়েছে বলে জানা গিয়েছে ৷’’ মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কথায়, বালকটি তার বাবা-মায়ের সঙ্গে বর্তমানে মালদায় থাকলে সেক্ষেত্রে মালদার স্বাস্থ্য দফতর যা যা করণীয় করবে ৷তবে শিশুটি যদি মুর্শিদাবাদে থাকে, সেক্ষেত্রে নিয়ম মেনে এলাকায় কন্টেনমেন্ট জোন করা হবে বলে আশ্বাস দেন সন্দীপবাবু ৷