ইসলামপুর, 23 জানুয়ারি: ইসলামপুর থানা বিগত কয়েকমাসে পর পর তিনটি প্রতারণা চক্র ধরে সাফল্য পেয়েছিল। আবারও সোমবার বড়সড় সাফল্য পেল ইসলামপুর থানা। গোপন সূত্রে খবর পেয়ে, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল দাস ইসলামপুর বাসস্ট্যান্ড (Islampur Bus Stand) সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে দু'টো বিলাসবহুল চারচাকা গাড়ি আটক করে। গাড়িতে থাকা সাতজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি জাল লটারি টিকিট উদ্ধার করে।
ধৃতদের বক্তব্য, একই নম্বরের টিকিট গত কয়েকদিন আগে এক কোটি টাকা পুরস্কার জিতেছে। ঘটনায় গ্রেফতার হয়েছে নদিয়ার পলাশিপাড়ার ভোলান আলি (38), উত্তরপাড়ার পলসণ্ডার টিপু শেখ, শক্তিপুর থানার অন্তর্গত বাজারসো মোল্লাপাড়ার ফালটু শেখ, বহরমপুর থানার ভাকুড়ির নীরেন চৌধুরী, বহরমপুর থানার মুক্ত কুন্ডু, শক্তিপুর থানার বাজারসোর জাকির হোসেন ও একই এলাকার বাসিন্দা অনুপ কুমার নন্দী ৷ এদের রেকর্ড অনুযায়ী বিগত দিনে ভোলান আলি নামে ওই ব্যক্তি বিএসএফে (BSF) কর্মরত ছিল। কু-কর্মের কারণে চাকরি থেকে 2012 সালে বহিষ্কার করা হয় তাকে ৷