বহরমপুর, 6 জুলাই: ঘূর্ণিঝড় আমফানে কয়েক লাখ গাছ উপরে পড়েছিল ৷ সেই শূন্যস্থান পূরণ করতে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে আজ থেকে শুরু হল বৃক্ষরোপণ কর্মসূচি ।
জেলার 26টি ব্লকে মোট 25 লাখ গাছের চারা লাগানোর লক্ষ্য নিয়ে জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা আজ বহরমপুর ব্লকের হরিদাসমাটি পঞ্চায়েত থেকে প্রকল্পের সূচনা করেন । 100 দিনের প্রকল্পের মাধ্যমে এই গাছের চারা রাস্তার পাশে লাগানো হবে । সরকারি সাহায্যে সাধারণ মানুষও নিজের জমিতে গাছ লাগাতে পারবে বলে জানা গেছে ।
চারাগাছ লাগিয়ে 100 দিনের প্রকল্পের কাজ শুরু করলেন জেলাশাসক জেলা প্রশাসন নিজস্ব উদ্যোগে নার্সারি তৈরি করেই বিভিন্ন গাছের চারা সরবরাহ করছে । জেলাশাসক বলেন, মুর্শিদাবাদ জেলায় আমফান ও কালবৈশাখী ঝড়ে বহু গাছ ভেঙে পড়েছে ৷ পাশাপাশি বহরমপুর, কান্দি, হরিহরপাড়া সহ একাধিক রাজ্যে সড়ক সম্প্রসারণের জন্য বহু গাছ কাটতে হয়েছে । এই ক্ষতি পূরণ করতে আজ থেকে নতুন করে চারা লাগানোর প্রক্রিয়া শুরু করা হল । আম, জাম,লিচু, নারকেল গাছের পাশাপাশি উন্নতমানের কাঠ উৎপাদনের লক্ষ্যেও চারাগাছ বিতরণ করা হচ্ছে ।
MGNREGS প্রকল্পের আওতায় রাস্তার দুপাশে এবং সরকারি জমিতে লাগানো হচ্ছে চারাগাছগুলি । একই সঙ্গে আগ্রহী সাধারণ মানুষও একই প্রকল্পের আওতায় গাছের চারা নিজস্ব জমিতে লাগাতে পারবে বলে জানানো হয়েছে । সেক্ষেত্রে ওই ব্যক্তিদের বিনা পয়সায় গাছের চারার পাশাপাশি পরিচর্যার জন্য 100 দিনের প্রকল্প থেকে টাকাও দেওয়া হবে । জেলা প্রশাসনের লক্ষ্য, জেলায় সবুজায়নের লক্ষ্যে জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই নিজস্ব জমিতে নার্সারি তৈরি করে 25 লাখ গাছের চারা লাগানো করেছে । আজ হরিহাদমাটি পঞ্চায়েত এলাকা থেকে বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে একাধিক গাছের চারাও লাগান জেলাশাসক ।