সাগরদিঘি (মুর্শিদাবাদ), 2 মার্চ: 2011 সাল থেকে তৃণমূলের দখলে সাগরদিঘি ৷ 2021 সালেও 50 শতাংশের বেশি ভোট পেয়ে ওই কেন্দ্রে জিতেছে ঘাসফুল শিবির ৷ কিন্তু সাগরদিঘি জয়ের হ্যাটট্রিকে যিনি তৃণমূলের পক্ষে মুখ্য চরিত্র ছিলেন, সেই সুব্রত সাহার অবর্তমানে একেবারে উলটপুরাণ ঘটল ৷ তৃণমূলকে হারিয়ে জিতল কংগ্রেস (Congress) ৷
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই অসাধ্যসাধন হল কীভাবে ? মাত্র দু’বছর আগে যেখানে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে ভোটের ব্যবধান ছিল প্রায় 50 হাজার ৷ সেখানে সেই ব্যবধান মুছে কংগ্রেস কীভাবে তৃণমূলের থেকে আরও প্রায় 23 হাজার ভোটে এগিয়ে গেল ?
সাধারণ মানুষের সঙ্গে কথা বললে কিছুটা হলেও কারণটা আন্দাজ করা যাচ্ছে ৷ তাঁরা বলছেন, সুব্রত সাহার উপর মানুষের আস্থা ছিল ৷ তাই তাঁর মুখ চেয়ে মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছিলেন ৷ কিন্তু তৃণমূলের দুর্নীতি নিয়ে মানুষ বিরক্ত ছিলেন ৷ সুব্রত সাহা প্রয়াত হতেই তাই সাগরদিঘির ভোটাররা মুখ ফেরালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) দলের থেকে ৷
স্থানীয় বাসিন্দা সেরাজুল শেখের বক্তব্য, সুব্রত সাহা বিধায়ক থাকলেও ওঁর জায়গাটা নষ্ট করেছে নিচুতলার নেতা ও কর্মীরা । বড় মাপের নেতা ও মন্ত্রীদের দুর্নীতির প্রভাব পড়ল ভোটে ৷ তাঁর আরও দাবি, কোনোরকম উন্নয়ন হয়নি । লক্ষ্মীর ভাণ্ডারের দিকে তাকিয়ে ছিলেন মহিলারা । সরকারি প্রকল্পের কোনও সুযোগ পাননি মানুষজন । তাছাড়া অধীর চৌধুরী (Adhir Chowdhury) ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের দেখেই মানুষ ভোট দিয়েছেন বলে তাঁর দাবি ।