পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sagardighi By Poll Results: তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেই কংগ্রেসকে ভোট, মত সাগরদিঘির ভোটারদের - অধীর চৌধুরী

2011 থেকে 2021, সাগরদিঘিতে পরপর তিনবার জিতেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ তিনবারই বিধায়ক হন সুব্রত সাহা ৷ তিনি প্রয়াত হওয়ার পর উপ নির্বাচনে কংগ্রেসের কাছে হারতে হল তৃণমূলকে ৷

Sagardighi By Poll Results
Sagardighi By Poll Results

By

Published : Mar 2, 2023, 5:19 PM IST

তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেই কংগ্রেসকে ভোট, মত সাগরদিঘির ভোটারদের

সাগরদিঘি (মুর্শিদাবাদ), 2 মার্চ: 2011 সাল থেকে তৃণমূলের দখলে সাগরদিঘি ৷ 2021 সালেও 50 শতাংশের বেশি ভোট পেয়ে ওই কেন্দ্রে জিতেছে ঘাসফুল শিবির ৷ কিন্তু সাগরদিঘি জয়ের হ্যাটট্রিকে যিনি তৃণমূলের পক্ষে মুখ্য চরিত্র ছিলেন, সেই সুব্রত সাহার অবর্তমানে একেবারে উলটপুরাণ ঘটল ৷ তৃণমূলকে হারিয়ে জিতল কংগ্রেস (Congress) ৷

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই অসাধ্যসাধন হল কীভাবে ? মাত্র দু’বছর আগে যেখানে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে ভোটের ব্যবধান ছিল প্রায় 50 হাজার ৷ সেখানে সেই ব্যবধান মুছে কংগ্রেস কীভাবে তৃণমূলের থেকে আরও প্রায় 23 হাজার ভোটে এগিয়ে গেল ?

সাধারণ মানুষের সঙ্গে কথা বললে কিছুটা হলেও কারণটা আন্দাজ করা যাচ্ছে ৷ তাঁরা বলছেন, সুব্রত সাহার উপর মানুষের আস্থা ছিল ৷ তাই তাঁর মুখ চেয়ে মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছিলেন ৷ কিন্তু তৃণমূলের দুর্নীতি নিয়ে মানুষ বিরক্ত ছিলেন ৷ সুব্রত সাহা প্রয়াত হতেই তাই সাগরদিঘির ভোটাররা মুখ ফেরালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) দলের থেকে ৷

স্থানীয় বাসিন্দা সেরাজুল শেখের বক্তব্য, সুব্রত সাহা বিধায়ক থাকলেও ওঁর জায়গাটা নষ্ট করেছে নিচুতলার নেতা ও কর্মীরা । বড় মাপের নেতা ও মন্ত্রীদের দুর্নীতির প্রভাব পড়ল ভোটে ৷ তাঁর আরও দাবি, কোনোরকম উন্নয়ন হয়নি । লক্ষ্মীর ভাণ্ডারের দিকে তাকিয়ে ছিলেন মহিলারা । সরকারি প্রকল্পের কোনও সুযোগ পাননি মানুষজন । তাছাড়া অধীর চৌধুরী (Adhir Chowdhury) ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের দেখেই মানুষ ভোট দিয়েছেন বলে তাঁর দাবি ।

তবে অনেকে আবার ভিন্নমত পোষণ করেছেন ৷ তাঁদের একজন টগরী ৷ সাগরদিঘির এই মহিলা ভোটারের বক্তব্য, ‘‘নতুন মুখ আসার পর দেখবো তিনি কী করেন সকলের জন্য । কারণ, এতদিন নানা সুযোগ সবিধা পেলেও কংগ্রেস আমাদের জন্য কতটা করবে সেটাই দেখার ।’’

তবে ভোটে জেতার পর কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস জানিয়েছেন, ধীরে ধীরে তিনি এলাকার সব সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ করবেন ৷ স্থানীয় ইস্যুগুলি বিধানসভায় তুলে ধরবেন ৷ অন্যদিকে কংগ্রেসের মহকুমা সভাপতি হাসানুজ্জামান বাপ্পা জানান, তৃণমূলের ঔদ্ধত্য তাদের পতনের কারণ । কংগ্রেস জয়ী হয়ে নিজের দলের উন্নতি নয়, সার্বিক উন্নতিতে কাজ করবে ৷

মুর্শিদাবাদে বিধানসভার আসন 22টি ৷ 2021 সালে 20টি তৃণমূল ও 2টি বিজেপি (BJP) জিতেছিল ৷ এবার সেই সমীকরণ বদলে হল - তৃণমূল 19, বিজেপি 2 ও কংগ্রেস 1 ৷ এর সঙ্গে আরও কিছু সমীকরণ বদলেছে ৷ তার মধ্যে অন্যতম 2021 এ সাগরদিঘিতে বিজেপি ছিল দ্বিতীয় স্থানে ৷ এবার তারা তৃতীয় হল ৷ কেন এই ফল, তা নিয়ে দলের অন্দরে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন গেরুয়া শিবিরের প্রার্থী দিলীপ সাহা ৷

আরও পড়ুন:22980 ভোটে তৃণমূলকে হারিয়ে সাগরদিঘিতে জয়ী কংগ্রেস

ABOUT THE AUTHOR

...view details