পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বদল মুর্শিদাবাদের পুলিশ সুপার - অজিত সিং যাদব মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার

কয়েক মাস আগেই অজিত সিং যাদব মুর্শিদাবাদের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ৷ আজ তাঁকে বদলি করা হল CISF-এর SP পদে ।

sabari rajkumar is going to be new sp in murshidabad
মুর্শিদাবাদ পুলিশ সুপার বদলি, এলেন সবরী রাজকুমার

By

Published : Apr 17, 2020, 5:54 PM IST

বহরমপুর, 17 এপ্রিল : বদলি করা হল মুর্শিদাবাদের পুলিশ সুপার অজিত সিং যাদবকে ৷ তাঁর জায়গায় দায়িত্ব নেবেন শবরী রাজকুমার ৷ আজই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে । সূত্রের খবর, ডোমকলে খাবারের দাবিতে বিক্ষোভের জেরে অজিত সিং যাদবকে সরানো হয়েছে । তাঁকে পাঠানো হয়েছে CISF -এর SP পদে ।

15 এপ্রিল খাবারের দাবিতে কয়েকশো বাসিন্দা ডোমকলের কুঠিবাড়ি মোড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন । লকডাউনের মাঝে বিক্ষোভকারীদের সামাল দিয়ে ঘরে ফেরাতে কার্যত নাজেহাল হতে হয়েছে পুলিশকে ।

কয়েক মাস আগেই অজিত সিং যাদব মুর্শিদাবাদের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ৷ আজ নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে তাঁকে বদলি করা হল । তাঁর পদে আসছেন শবরী রাজকুমার ৷

যদিও এবিষয়ে অজিত সিং যাদবের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details